ETV Bharat / state

সিউড়িতে 2টি গাড়ির সংঘর্ষ, মৃত ২

তারাপীঠে পূজো দিয়ে ব্যারাকপুর ফিরছিল একটি গাড়ি ৷ অন্যদিক থেকে আসা আরেকটি গাড়ি খড়দা থেকে তারাপীঠ যাচ্ছিল । এই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু 2 জনের ৷ আহত আরও 3 জন ৷ আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

road_accident
দুটি গাড়ী মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : Feb 9, 2020, 8:23 PM IST

সিউড়ি ,9 ফেব্রুয়ারি : বীরভূমের সিউড়িতে 60 নম্বর জাতীয় সড়কের উপর দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু 2 জনের ৷ আহত আরও 3 জন ৷ আহতদের সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁরা সেখানে চিকিৎসাধীন ৷

তারাপীঠে পুজো দিয়ে ব্যারাকপুর ফিরছিল একটি গাড়ি ৷ অন্যদিক থেকে আসা আরেকটি গাড়ি খড়দা থেকে তারাপীঠ যাচ্ছিল । এই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । যে গাড়িটি খড়দা থেকে তারাপীঠ যাচ্ছিল সেই গাড়ির চালক ও একজন মারা যান । যে গাড়িটি তারাপীঠ থেকে ব্যারাকপুর ফিরছিল সেই গাড়ির 3 জন আহত হন ৷ তাদের মধ্যে এক শিশু আছে ৷

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের

স্থানীয় সূত্রে জানা গেছে, খড়দা থেকে যে গাড়িটি তারাপীঠ যাচ্ছিল তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন । ব্যারাকপুরের যাত্রী রেখা দে বলেন, " চোখটা লেগে গেছিল ৷ হঠাৎই রাস্তার রং সাইড দিয়ে আসা গাড়িটি আমাদের গাড়ির সামনে এসে পড়ে । আমাদের গাড়ি ঠিক দিকে যাওয়া সত্ত্বেও ওই গাড়িটি এসে মুখোমুখি ধাক্কা মারে । আর সে কারণেই এই দুর্ঘটনা ঘটে ।"

সিউড়ি ,9 ফেব্রুয়ারি : বীরভূমের সিউড়িতে 60 নম্বর জাতীয় সড়কের উপর দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু 2 জনের ৷ আহত আরও 3 জন ৷ আহতদের সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁরা সেখানে চিকিৎসাধীন ৷

তারাপীঠে পুজো দিয়ে ব্যারাকপুর ফিরছিল একটি গাড়ি ৷ অন্যদিক থেকে আসা আরেকটি গাড়ি খড়দা থেকে তারাপীঠ যাচ্ছিল । এই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । যে গাড়িটি খড়দা থেকে তারাপীঠ যাচ্ছিল সেই গাড়ির চালক ও একজন মারা যান । যে গাড়িটি তারাপীঠ থেকে ব্যারাকপুর ফিরছিল সেই গাড়ির 3 জন আহত হন ৷ তাদের মধ্যে এক শিশু আছে ৷

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের

স্থানীয় সূত্রে জানা গেছে, খড়দা থেকে যে গাড়িটি তারাপীঠ যাচ্ছিল তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন । ব্যারাকপুরের যাত্রী রেখা দে বলেন, " চোখটা লেগে গেছিল ৷ হঠাৎই রাস্তার রং সাইড দিয়ে আসা গাড়িটি আমাদের গাড়ির সামনে এসে পড়ে । আমাদের গাড়ি ঠিক দিকে যাওয়া সত্ত্বেও ওই গাড়িটি এসে মুখোমুখি ধাক্কা মারে । আর সে কারণেই এই দুর্ঘটনা ঘটে ।"

Intro:Body:সিউড়ি, 9 ফেব্রুয়ারী: তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের সিউড়ির কাছে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, আহত আরও তিনজন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তারাপীঠে পূজো দিতে দিয়ে ব্যারাকপুর ফিরছিলে একটি গাড়ী অন্যদিকে আরেকটি গাড়ী খড়দহ থেকে তারাপীঠ যাচ্ছিল পুজো দিতে। এই দুটি গাড়ির মধ্যেই মুখোমুখি সংঘর্ষ হয় । যে গাড়িটি খড়দহ থেকে তারাপীঠ যাচ্ছিল সেই গাড়ি চালক ও একজন মারা গিয়েছে বলে জানা যায়। তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ব্যারাকপুরের যাত্রী রেখা দে জানান, "রাস্তার রং সাইডে আসছিল ওই গাড়িটি। আমাদের গাড়ি ঠিক দিকে যাওয়া সত্ত্বেও ওই গাড়িটি এসে মুখোমুখি ধাক্কা মারে। আর সে কারণেই এই দুর্ঘটনা ঘটে।" মৃত ও আহত সকলকেই সেখান থেকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.