রামপুরহাট, 28 জুন : আরোগ্য কামনায় গিয়েছিলেন পুজো দিতে ৷ সেখান থেকেই ফেরার পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা ৷ তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷ গুরুতর জখম হয়েছেন আরও চারজন । সোমবার সকাল ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূম-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া সুঁড়িচুয়া গ্রামের কাছে রামপুরহাট-দুমকা রাস্তার উপর ৷ খবর পেয়ে পুলিশ ও দমকল এসে উদ্ধার কাজ চালায় ৷
এদিন সকাল 9টা নাগাদ তারাপীঠ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে চারচাকার ধাক্কায় মৃত্যু হল দু'জনের ৷ মৃতদের নাম অখিল সিং এবং বিকাশ গুপ্তা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন ৷ নিহত এবং আহতদের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার জলঙ্গিতে । তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে একটি প্রাইভেট গাড়িতে তাঁরা ঝাড়খণ্ডের দিকেই ফিরছিলেন ৷ তখনই বীরভূম-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া সুঁড়িচুয়া গ্রামের কাছে রামপুরহাট-দুমকা রাস্তার উপর দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নামে অখিল সিং নামে গাড়ির এক আরোহীর ৷ গুরুতর জখম হন আরও চারজন যাত্রী । তাঁদের উদ্ধার করেন পুলিশ ও দমকল কর্মীরা ৷
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী । দমকল কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ৷ জখমদের ভর্তি করা হয় হাসপাতালে । সেখানে বিকাশ গুপ্তা নামে আরও এক যাত্রীর মৃত্যু হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ।
আরও পড়ুন : শিশুমৃত্যুতে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়, নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ