ETV Bharat / state

Santiniketan Tribal Minor Gang Rape : শান্তিনিকেতন গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার দুই, আটক দুই নাবালক - 2 accused people arrested by police

শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণে 2 জনকে গ্রেফতার করল পুলিশ (2 accused people arrested by police) ৷ পাঁড়ুই থানার বাদলোডাঙা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় ৷ অভিযুক্তদের নাম সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেন ৷

Santiniketan Tribal Minor Gang Rape
নাবালিকা গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার দুই অভিযুক্ত
author img

By

Published : Apr 18, 2022, 9:03 AM IST

Updated : Apr 18, 2022, 4:51 PM IST

শান্তিনিকেতন, 18 এপ্রিল : রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে ৷ গত বৃহস্পতিবার প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনার 72 ঘণ্টা পর দু'জনকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ (2 accused people arrested by police) ৷ এছাড়া ঘটনায় অভিযুক্ত আরও দু'জনকে আটক করেছে পুলিশ ৷ এই দু'জনেই নাবালক ৷

নির্যাতিতা ও তার প্রেমিকের বয়ান অনুযায়ী সিআইডি-র স্পেশাল স্কেচ আর্টিস্টরা অভিযুক্তদের স্কেচ তৈরি করে। সেই স্কেচ চিহ্নিতকরণের পর দু'জনকে গ্রেফতার করা হয় ৷ পাঁড়ুই থানার বাদলোডাঙা গ্রাম থেকে সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। এছাড়া আরও দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, শান্তিনিকেতন থানা এলাকায় নদীর পাড়ে চড়ক মেলা চলাকালীন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে 5 জনের বিরুদ্ধে। ঘটনার 72 ঘন্টা পর পুলিশ অভিযুক্তদের দু'জনকে গ্রেফতার করল ৷ আরও দু'জনকে আটক করা হয়েছে ৷ এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷ ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি রাজ্য মহিলা মোর্চা ৷ পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাম-বিজেপির বিক্ষোভও হয়েছে শান্তিনিকেতন থানায় ৷

আরও পড়ুন : গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

এছাড়াও এই জেলায় ক'দিন আগেই বোলপুর থানা এলাকায় এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করে তৃণমূল নেতা ও তার সঙ্গীরা ৷ এরপর শান্তিনিকেতন থানা এলাকায় ফের এমন ঘটনায় উদ্বিগ্ন সব মহল ৷

শান্তিনিকেতন, 18 এপ্রিল : রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে ৷ গত বৃহস্পতিবার প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনার 72 ঘণ্টা পর দু'জনকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ (2 accused people arrested by police) ৷ এছাড়া ঘটনায় অভিযুক্ত আরও দু'জনকে আটক করেছে পুলিশ ৷ এই দু'জনেই নাবালক ৷

নির্যাতিতা ও তার প্রেমিকের বয়ান অনুযায়ী সিআইডি-র স্পেশাল স্কেচ আর্টিস্টরা অভিযুক্তদের স্কেচ তৈরি করে। সেই স্কেচ চিহ্নিতকরণের পর দু'জনকে গ্রেফতার করা হয় ৷ পাঁড়ুই থানার বাদলোডাঙা গ্রাম থেকে সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। এছাড়া আরও দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, শান্তিনিকেতন থানা এলাকায় নদীর পাড়ে চড়ক মেলা চলাকালীন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে 5 জনের বিরুদ্ধে। ঘটনার 72 ঘন্টা পর পুলিশ অভিযুক্তদের দু'জনকে গ্রেফতার করল ৷ আরও দু'জনকে আটক করা হয়েছে ৷ এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷ ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি রাজ্য মহিলা মোর্চা ৷ পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাম-বিজেপির বিক্ষোভও হয়েছে শান্তিনিকেতন থানায় ৷

আরও পড়ুন : গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

এছাড়াও এই জেলায় ক'দিন আগেই বোলপুর থানা এলাকায় এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করে তৃণমূল নেতা ও তার সঙ্গীরা ৷ এরপর শান্তিনিকেতন থানা এলাকায় ফের এমন ঘটনায় উদ্বিগ্ন সব মহল ৷

Last Updated : Apr 18, 2022, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.