ETV Bharat / state

Elephant in Bankura : দামোদর পেরিয়ে ফের বাঁকুড়ার সোনামুখীতে হাতির দল, কাঠগড়ায় বন দফতর - বাঁকুড়া

গতকাল রাতে গলসি-2 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়েছিল সমস্ত যানবাহন । কারণ বর্ধমান বনবিভাগের গলসিতে প্রায় 24টি হাতির একটি দল ঢুকে পড়েছিল ৷ আজ সকালে দামোদর নদ পেরিয়ে তারা ঢুকেছে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে ৷

বাঁকুড়ায় হাতি
বাঁকুড়ায় হাতি
author img

By

Published : Nov 19, 2021, 2:20 PM IST

বাঁকুড়া, 19 নভেম্বর : সোনামুখী জঙ্গলে ফের বুনো হাতির তাণ্ডব । বন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে দামোদর নদ পেরিয়ে সোনামুখী জঙ্গলে ঢুকল 62টি বুনোহাতির একটি দল ৷ হাতির দলটি এই মুহূর্তে সোনামুখী রেঞ্জের ইন্দকাটা বিটে রয়েছে । স্বভাবতই আবারও দুশ্চিন্তায় সোনামুখী জঙ্গলের বিস্তীর্ণ এলাকার চাষিরা । গত কয়েক সপ্তাহ ধরে সোনামুখী জঙ্গলে বুনো হাতির তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল ধানচাষি এবং সবজি চাষিদের ।

তারপর স্থানীয় বন দফতর দামোদর নদ পার করে বর্ধমানের দিকে ঠেলে দিয়েছিল হাতির দলটিকে । বর্ধমান জেলার বেশ কিছু এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল । শুক্রবার হাতিগুলি দামোদর নদ পেরিয়ে ফের সোনামুখীতে চলে এসেছে ৷ হাতিগুলি যাতে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি করতে না পারে, সে বিষয়ে বন দফতরের আধিকারিকদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে ।

বাঁকুড়ায় সোনামুখী জঙ্গলে বুনো হাতির দল

আরও পড়ুন : Elephant In Budbud: বুদবুদে রাস্তায় হাতির দল, অবরুদ্ধ জাতীয় সড়ক

বুনো দাঁতালের এহেন কার্যকলাপে পুরো এলাকাবাসী আতঙ্কিত । তাঁরা বন দফতরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন । স্থানীয়দের অভিযোগ, এই বুনো দাঁতালের দলকে সঠিকভাবে পরিচালনা করতে বন দফতর যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না । এরকম চলতে থাকলে ওই এলাকায় বাস করা সমস্যার হয়ে উঠতে পারে ।

বাঁকুড়া, 19 নভেম্বর : সোনামুখী জঙ্গলে ফের বুনো হাতির তাণ্ডব । বন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে দামোদর নদ পেরিয়ে সোনামুখী জঙ্গলে ঢুকল 62টি বুনোহাতির একটি দল ৷ হাতির দলটি এই মুহূর্তে সোনামুখী রেঞ্জের ইন্দকাটা বিটে রয়েছে । স্বভাবতই আবারও দুশ্চিন্তায় সোনামুখী জঙ্গলের বিস্তীর্ণ এলাকার চাষিরা । গত কয়েক সপ্তাহ ধরে সোনামুখী জঙ্গলে বুনো হাতির তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল ধানচাষি এবং সবজি চাষিদের ।

তারপর স্থানীয় বন দফতর দামোদর নদ পার করে বর্ধমানের দিকে ঠেলে দিয়েছিল হাতির দলটিকে । বর্ধমান জেলার বেশ কিছু এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল । শুক্রবার হাতিগুলি দামোদর নদ পেরিয়ে ফের সোনামুখীতে চলে এসেছে ৷ হাতিগুলি যাতে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি করতে না পারে, সে বিষয়ে বন দফতরের আধিকারিকদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে ।

বাঁকুড়ায় সোনামুখী জঙ্গলে বুনো হাতির দল

আরও পড়ুন : Elephant In Budbud: বুদবুদে রাস্তায় হাতির দল, অবরুদ্ধ জাতীয় সড়ক

বুনো দাঁতালের এহেন কার্যকলাপে পুরো এলাকাবাসী আতঙ্কিত । তাঁরা বন দফতরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন । স্থানীয়দের অভিযোগ, এই বুনো দাঁতালের দলকে সঠিকভাবে পরিচালনা করতে বন দফতর যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না । এরকম চলতে থাকলে ওই এলাকায় বাস করা সমস্যার হয়ে উঠতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.