ETV Bharat / state

মীরজাফররা চলে গিয়ে তৃণমূল এখন মানুষের দল : মমতা - west bengal assembly election

মেজিয়ার সভার মতো চাপড়াতেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তিনি বলেন, "নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েই বলছি, কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন তিনি৷" অমিত শাহই সবকিছু চালাচ্ছেন বলেও সন্দেহ প্রকাশ করেন ৷

Mamata Banerjee
মমতা (ফাইল ফোটো)
author img

By

Published : Mar 17, 2021, 10:34 AM IST

ছাতনা, 17 মার্চ : বিজেপিকে গুন্ডাদের দল বলে ছাতনার সভা থেকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নোটবন্দী থেকে করোনা সবকিছুতেই মোদিকে একহাত নেন তিনি ৷ তিনি বলেন, " বিজেপির কাজ শুধু অশান্তি লাগানো ৷ হাতে টাকার ভাণ্ডার নিয়ে ঘোরে ৷ সেই টাকা দিয়ে ভোট করছে ৷" তাঁর আরও অভিযোগ, নোটবন্দীর সময় সাধারণ মানুষের কোটি কোটি টাকা মেরে নিয়েছে বিজেপি ৷ হাজার হাজার কোটি টাকার কোনও হিসেব নেই ৷

আরও পড়ুন- কলকাতায় বসে চক্রান্ত করছেন, মেজিয়ার সভায় শাহকে একহাত মমতার

গতকাল মেজিয়ার সভার মতো চাপড়াতেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বলেন, "নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েই বলছি, কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন তিনি৷" অমিত শাহই সবকিছু চালাচ্ছেন বলে সন্দেহ প্রকাশ করেন ৷

নির্বাচনের আগেই দল ছেড়েছেন শুভেন্দু, রাজীব, প্রবীর ঘোষালরা ৷ তাঁদের নাম না করে কটাক্ষ করে মমতা বলেন, " কিছু মীরজাফর, বিশ্বাসঘাতক আমাদের দলেও ছিলেন ৷ তাড়ানোর আগেই তাঁরা চলে গেছেন ৷ আমি বেঁচে গেছি ৷ তৃণমূল এখন মানুষের দল ৷"

ছাতনা, 17 মার্চ : বিজেপিকে গুন্ডাদের দল বলে ছাতনার সভা থেকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নোটবন্দী থেকে করোনা সবকিছুতেই মোদিকে একহাত নেন তিনি ৷ তিনি বলেন, " বিজেপির কাজ শুধু অশান্তি লাগানো ৷ হাতে টাকার ভাণ্ডার নিয়ে ঘোরে ৷ সেই টাকা দিয়ে ভোট করছে ৷" তাঁর আরও অভিযোগ, নোটবন্দীর সময় সাধারণ মানুষের কোটি কোটি টাকা মেরে নিয়েছে বিজেপি ৷ হাজার হাজার কোটি টাকার কোনও হিসেব নেই ৷

আরও পড়ুন- কলকাতায় বসে চক্রান্ত করছেন, মেজিয়ার সভায় শাহকে একহাত মমতার

গতকাল মেজিয়ার সভার মতো চাপড়াতেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বলেন, "নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েই বলছি, কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন তিনি৷" অমিত শাহই সবকিছু চালাচ্ছেন বলে সন্দেহ প্রকাশ করেন ৷

নির্বাচনের আগেই দল ছেড়েছেন শুভেন্দু, রাজীব, প্রবীর ঘোষালরা ৷ তাঁদের নাম না করে কটাক্ষ করে মমতা বলেন, " কিছু মীরজাফর, বিশ্বাসঘাতক আমাদের দলেও ছিলেন ৷ তাড়ানোর আগেই তাঁরা চলে গেছেন ৷ আমি বেঁচে গেছি ৷ তৃণমূল এখন মানুষের দল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.