বাঁকুড়া, 18 অক্টোবর: এ যেন এক উলটপুরাণ ৷ নলকূপ শুকিয়ে যাওয়া, টিউবওয়েল থেকে জল না-পড়ার সমস্যা বিভিন্ন জায়গায় দেখা যায় ৷ তবে বাঁকুড়ার (Bankura) একটি গ্রামে নলকূপ ও টিউবওয়েল থেকে আপনা আপনি ঝরে পড়ছে জল (Water Coming Automatically) ৷ তার জেরে নাজেহাল গ্রামবাসীরা ৷
বিষ্ণুপুরে মেঠো পথ ও সবুজে ঘেরা পানশিউলি গ্রাম ৷ সেখানেই অঝোর ধারায় নিজে থেকে নলকূপ ও টিউবওয়েল থেকে ঝরে পড়ছে জল ৷ গ্রামবাসীদের দাবি, বর্ষাকাল এলেই বছরের পর বছর এই সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের ।
বর্ষা আসে বর্ষা যায় ৷ কিন্তু সমস্যা থেমে থাকে সেই তিমিরেই ৷ নলকূপ থেকে নিজে থেকেই ঝরে পড়া জলে বছরের একটা দীর্ঘ সময় কাদায় ভরে থাকে গ্রামের রাস্তাঘাট ৷ জল জমে থাকছে ধানের জমিতে ৷ চরম ভোগান্তির শিকার হন গ্রামবাসীরা । গ্রাম বাংলার অধিকাংশ মানুষের রান্না করার প্রধান উপাদান উনুন ৷ সেই উনুন স্যাঁতসেতে হয়ে থাকায় আর জ্বালানো যায় না ৷ টান পড়ে পেটের ভাত জোগাতে ৷
আরও পড়ুন: Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, দুর্যোগের ভ্রূকুটি লক্ষ্মীপুজোতেও
দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা এই সমস্যায় জেরবার হলেও এখনও তা নিয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই ৷ বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপকুমার দত্ত এ বিষয়ে জানান, "বিষ্ণুপুর মহকুমার ওই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে জলস্তর বেড়ে যাওয়াতে এই বিপত্তি ৷" এই সমস্যার সমাধান যাতে দ্রুত হয়, সে জন্য ব্লক প্রশাসনের সঙ্গে তিনি কথা বলছেন বলে দাবি করেছেন ।
আরও পড়ুন: Road Block : তীব্র জল সংকট, পানীয় জলের দাবিতে পথ অবরোধ রানিগঞ্জে
দক্ষিণবঙ্গের প্রান্তিক গ্রাম পানশিউলি ৷ বসবাস হাজারো মানুষের ৷ তাঁদের এই সমস্যা কবে মিটবে, সেই দিকেই তাকিয়ে গ্রামবাসীরা ।
আরও পড়ুন : Asansol Murder : মদের আসরে বিবাদ, দুই শ্যালককে খুনে অভিযুক্ত জামাই