ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : দাবি মেটার আশ্বাসে ভোট বয়কট প্রত্যাহার বাঁকুড়ার 5 নম্বর ওয়ার্ডে

তৃণমূলের ওয়ার্ড পর্যবেক্ষকের তরফে দাবি দাওয়া মেটানোর প্রতিশ্রুতি মিলতেই ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বাঁকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের (Vote Boycott Decision Withdraw in Ward No 5 of Bankura Municipality) ৷ তাঁদের অভিযোগ গত 10 বছর ধরে পানীয় জল ও ঘরবাড়ির ব্যবস্থা করতে বলে পৌরসভাকে আবেদন করলেও, কোনও দাবিই মানা হয়নি ৷ তাই তাঁরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷

Bankura Municipal Election
bengal-civic-polls-2022-vote-boycott-decision-withdraw-in-ward-no-5-of-bankura-municipality
author img

By

Published : Feb 23, 2022, 2:13 PM IST

বাঁকুড়া, 23 ফেব্রুয়ারি : তৃণমূলের ওয়ার্ড পর্যবেক্ষক সব দাবি মেটানোর আশ্বাস দিতে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল বাঁকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাউড়ি পাড়া বস্তির বাসিন্দারা (Vote Boycott Decision Withdraw in Ward No 5 of Bankura Municipality) ৷ এলাকায় পরিশুদ্ধ পানীয় জল এবং ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা না মেটায় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বস্তির বাসিন্দারা ৷ সেই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল ৷ আর তার পরেই নড়ে চড়ে বসে শাসকদলের নেতারা ৷ নতুন বোর্ড গঠিত হলেই সবার আগে নাগরিকদের দাবি মেটানো হবে ৷

অভিযোগ দীর্ঘ 10 বছর ধরে পানীয় জল, ঘরবাড়ি সহ একাধিক দাবি জানিয়ে আসছেন বাঁকুড়া পৌরসভার 5নং ওয়ার্ডের বাসিন্দারা ৷ কিন্তু, প্রতিটি ভোটে তাঁদের প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে ৷ ভোট মিটে গেলে জনপ্রতিনিধিদের আর দেখা যায়নি সেখানে ৷ তাই এ বার একেবারে ভোট বয়কটের ডাক দেন বাউড়ি পাড়া বস্তির বাসিন্দারা ৷ সেই খবর প্রথম ইটিভি ভারতে প্রকাশিত হয় ৷ তার পরেই নড়েচড়ে বসে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব ৷ ওয়ার্ডে তৃণমূলের পর্যবেক্ষক হৃদয় মাধব দুবে বাউড়ি পাড়া বস্তিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ ভোট মিটলেই বাসিন্দাদের যাবতীয় দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি ৷

দাবি-দাওয়া মেটার আশ্বাস মেলায় ভোট বয়কট প্রত্যাহার করলেন বাঁকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা

আরও পড়ুন : Vote Boycott In Bankura : বাঁকুড়া পৌরসভা এলাকায় ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে পড়ল পোষ্টার

তৃণমূলের পর্যবেক্ষকের কাছ থেকে আশ্বাস পেয়ে আপাতত ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে বাউড়ি পাড়া বস্তির বাসিন্দারা সরে এসেছেন ৷ কিন্তু, ভোট মেটার পর কাজ না হলে, বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ এনিয়ে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী পূর্ণিমা দাস জানিয়েছেন, তিনি ওই এলাকায় প্রচারে যেতেই তাঁকে ঘিরে ধরে নানান অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা ৷ পানীয় জল এবং ঘরবাড়ির মতো সাধারণ চাহিদাটুকুও তাঁরা পাননি বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী ৷ তবে, ওই ওয়ার্ডে কোন দলের প্রার্থী জিতবেন এবং বাঁকুড়া পৌরসভায় (Bengal Civic Polls 2022) কারা বোর্ড গঠন করবেন ? তার উপরেই নির্ভর করছে বাসিন্দাদের দাবি দাওয়া কোন রাজনৈতিক দলের হাত ধরে পূরণ হয় ৷

বাঁকুড়া, 23 ফেব্রুয়ারি : তৃণমূলের ওয়ার্ড পর্যবেক্ষক সব দাবি মেটানোর আশ্বাস দিতে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল বাঁকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাউড়ি পাড়া বস্তির বাসিন্দারা (Vote Boycott Decision Withdraw in Ward No 5 of Bankura Municipality) ৷ এলাকায় পরিশুদ্ধ পানীয় জল এবং ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা না মেটায় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বস্তির বাসিন্দারা ৷ সেই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল ৷ আর তার পরেই নড়ে চড়ে বসে শাসকদলের নেতারা ৷ নতুন বোর্ড গঠিত হলেই সবার আগে নাগরিকদের দাবি মেটানো হবে ৷

অভিযোগ দীর্ঘ 10 বছর ধরে পানীয় জল, ঘরবাড়ি সহ একাধিক দাবি জানিয়ে আসছেন বাঁকুড়া পৌরসভার 5নং ওয়ার্ডের বাসিন্দারা ৷ কিন্তু, প্রতিটি ভোটে তাঁদের প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে ৷ ভোট মিটে গেলে জনপ্রতিনিধিদের আর দেখা যায়নি সেখানে ৷ তাই এ বার একেবারে ভোট বয়কটের ডাক দেন বাউড়ি পাড়া বস্তির বাসিন্দারা ৷ সেই খবর প্রথম ইটিভি ভারতে প্রকাশিত হয় ৷ তার পরেই নড়েচড়ে বসে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব ৷ ওয়ার্ডে তৃণমূলের পর্যবেক্ষক হৃদয় মাধব দুবে বাউড়ি পাড়া বস্তিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ ভোট মিটলেই বাসিন্দাদের যাবতীয় দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি ৷

দাবি-দাওয়া মেটার আশ্বাস মেলায় ভোট বয়কট প্রত্যাহার করলেন বাঁকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা

আরও পড়ুন : Vote Boycott In Bankura : বাঁকুড়া পৌরসভা এলাকায় ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে পড়ল পোষ্টার

তৃণমূলের পর্যবেক্ষকের কাছ থেকে আশ্বাস পেয়ে আপাতত ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে বাউড়ি পাড়া বস্তির বাসিন্দারা সরে এসেছেন ৷ কিন্তু, ভোট মেটার পর কাজ না হলে, বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ এনিয়ে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী পূর্ণিমা দাস জানিয়েছেন, তিনি ওই এলাকায় প্রচারে যেতেই তাঁকে ঘিরে ধরে নানান অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা ৷ পানীয় জল এবং ঘরবাড়ির মতো সাধারণ চাহিদাটুকুও তাঁরা পাননি বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী ৷ তবে, ওই ওয়ার্ডে কোন দলের প্রার্থী জিতবেন এবং বাঁকুড়া পৌরসভায় (Bengal Civic Polls 2022) কারা বোর্ড গঠন করবেন ? তার উপরেই নির্ভর করছে বাসিন্দাদের দাবি দাওয়া কোন রাজনৈতিক দলের হাত ধরে পূরণ হয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.