ETV Bharat / state

Villagers Protest in Banakura: বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ এলাকাবাসীর - villagers protested

বড়জোড়া-সোনামুখীর সংযোগকারী রাস্তা দিয়েই যাতায়াত করেন ভৈরবপুর, রাজমাধবপুর, ব্রাহ্মণডিহা, মানগ্রাম,পখন্না-সহ প্রায় 20টি গ্রামের বাসিন্দারা ৷ সেই রাস্তার অবস্থা বেহাল ৷ অভিনব প্রতিবাদ বিজেপির ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 10:05 PM IST

বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ এলাকাবাসীর

বাঁকুড়া, 22 অগস্ট: রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ বিজেপির ৷ ভাঙা রাস্তায় জমা জলে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির ৷ মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া এলাকার চৌরাস্তা মোড় সংলগ্ন থানার মেন গেট চত্বরে প্রতীকী প্রতিবাদ দেখাল বিজেপি ৷ পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মাত্র বছর দু'য়েক আগে পাকা হয়েছিল বাঁকুড়ার বড়জোড়া থেকে তাজপুর যাওয়ার রাস্তাটি । রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার ৷ ইতিমধ্যেই পাকা রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত ৷ সেই গর্তে জল জমে এমন অবস্থা, যে দূর থেকে পুকুর বলে ভ্রম হয় ৷ যা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে ৷ শুধু তাই নয়, কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা। জরাজীর্ণ এই রাস্তায় বর্ষার জল-কাদা ডিঙিয়েই রোজ চলছে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারংবার বিষয়টি প্রশাসনের নজরে এনেও কোনও সুরাহা হয়নি । তারই প্রাতিবাদে এদিন রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদে সামিল হল বিজেপি ।

প্রতিবাদে উপস্থিত বিজেপি নেতা সোমনাথ কর বলেন, "এ বর্তমানে বড়জোড়া গ্রামের যে পরিস্থিতি তাতে আজ ধানের চারা পুঁতেছি, এরপর হয়ত মাছ চাষ করতে হবে ৷ তার মধ্যেও যদি রাস্তা সারাই না-হয় তবে নৌকা নিয়ে চলাচল করতে হবে ৷ এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা ৷ অথচ দীর্ঘ দিন ধরে রাস্তার অবস্থা খারাপ ৷ প্রায় বছর দেড়েক আগে বিধানসভা ভোটের সময় রাস্তাটির শেষ সংস্কার হয়েছিল ৷ বর্ষার জমা দলে আরও বেহাল দশা ৷ তাই অবিলম্বে রাস্তাটি সারানোর ব্যবস্থা করতে হবে ৷"

আরও পডুন: বেহাল রাস্তা সংস্কার না-হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

রাস্তার এই পরিস্থিতি কথা শোনা গেল স্থানীয় এক বাসিন্দার গলাতেও ৷ এই প্রসঙ্গেই স্থানীয় বাসীন্দা রাজীব ঘোষ জানান, দু'বছর আগে এই রাস্তার সংস্কার হয়েছিল ৷ পঞ্চায়েত ভোটের আগেও রাস্তা সংস্কার হয়নি ৷

বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ এলাকাবাসীর

বাঁকুড়া, 22 অগস্ট: রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ বিজেপির ৷ ভাঙা রাস্তায় জমা জলে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির ৷ মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া এলাকার চৌরাস্তা মোড় সংলগ্ন থানার মেন গেট চত্বরে প্রতীকী প্রতিবাদ দেখাল বিজেপি ৷ পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মাত্র বছর দু'য়েক আগে পাকা হয়েছিল বাঁকুড়ার বড়জোড়া থেকে তাজপুর যাওয়ার রাস্তাটি । রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার ৷ ইতিমধ্যেই পাকা রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত ৷ সেই গর্তে জল জমে এমন অবস্থা, যে দূর থেকে পুকুর বলে ভ্রম হয় ৷ যা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে ৷ শুধু তাই নয়, কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা। জরাজীর্ণ এই রাস্তায় বর্ষার জল-কাদা ডিঙিয়েই রোজ চলছে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারংবার বিষয়টি প্রশাসনের নজরে এনেও কোনও সুরাহা হয়নি । তারই প্রাতিবাদে এদিন রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদে সামিল হল বিজেপি ।

প্রতিবাদে উপস্থিত বিজেপি নেতা সোমনাথ কর বলেন, "এ বর্তমানে বড়জোড়া গ্রামের যে পরিস্থিতি তাতে আজ ধানের চারা পুঁতেছি, এরপর হয়ত মাছ চাষ করতে হবে ৷ তার মধ্যেও যদি রাস্তা সারাই না-হয় তবে নৌকা নিয়ে চলাচল করতে হবে ৷ এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা ৷ অথচ দীর্ঘ দিন ধরে রাস্তার অবস্থা খারাপ ৷ প্রায় বছর দেড়েক আগে বিধানসভা ভোটের সময় রাস্তাটির শেষ সংস্কার হয়েছিল ৷ বর্ষার জমা দলে আরও বেহাল দশা ৷ তাই অবিলম্বে রাস্তাটি সারানোর ব্যবস্থা করতে হবে ৷"

আরও পডুন: বেহাল রাস্তা সংস্কার না-হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

রাস্তার এই পরিস্থিতি কথা শোনা গেল স্থানীয় এক বাসিন্দার গলাতেও ৷ এই প্রসঙ্গেই স্থানীয় বাসীন্দা রাজীব ঘোষ জানান, দু'বছর আগে এই রাস্তার সংস্কার হয়েছিল ৷ পঞ্চায়েত ভোটের আগেও রাস্তা সংস্কার হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.