পাত্রসায়র, 26 মে: হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এক কিশোরকে পাত্রসায়রের গ্রামে ঢুকতে বাধা দিলেন গ্রামবাসীরা । শেষ পর্যন্ত তার ঠাঁই হল সরকারি কোয়ারানটিন সেন্টারে । সে সম্প্রতি কলকাতা থেকে ফিরেছিল । 23 মে তার কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ।
ওই কিশোরই বাঁকুড়ায় প্রথম কোরোনা আক্রান্ত । 11 মে সে কলকাতা থেকে পাত্রসায়রে মামা বাড়িতে আসে । ওইদিন তার সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য । এরপর 23 মে কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসার পর ওইদিন রাতে তাকে দুর্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয় । ভরতি করা হয় দুর্গাপুরের সনকা হাসপাতালে । গতকাল কিশোরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । নির্দেশ দেওয়া হয় হোম কোয়ারানটিনে থাকতে ।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সন্ধেয় অ্যাম্বুলেন্সে মামা বাড়িতে ফিরে আসার সময় গ্রামবাসীরা তাকে বাধা দেন । তাঁদের দাবি, বর্ধমানের খণ্ডঘোষে ওই কিশোরের নিজের বাড়ি । তাই সেখানেই তাকে পাঠাতে হবে । অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে কিশোরকে পাত্রসায়রের বালসিতে থাকা সরকারি কোয়ারানটিন কেন্দ্রে পাঠানো হয় গতরাতে । সেখানেই তাকে আগামী সাতদিন রাখা হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।