ETV Bharat / state

ব্ল্যাক কোয়ার্টারে গোরু মৃত্যু আটকাতে টীকা কর্মসূচি ছাতনায়

ছাতনায় কোরোনা নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে মৃত্যু হচ্ছে গোরুদের । প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা পরীক্ষা করে সেকথা জানিয়েছিলেন । এরপরই গোরুদের টীকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় প্রাণী সম্পদ বিভাগের তরফে । সেইমতোই আজ ছাতনায় বিশেষ টীকাকরণ কর্মসূচি পালিত হল ।

Vaccine inject to the cows of Chatna
টীকা কর্মসূচি প্রাণী সম্পদ বিভাগের
author img

By

Published : May 1, 2020, 3:32 PM IST

ছাতনা, 1 মে : প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা পরীক্ষা করে জানিয়েছিলেন, ছাতনায় কোরোনা নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে মৃত্যু হচ্ছে গোরুদের । এরপরই গোরুদের টীকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় প্রাণী সম্পদ বিভাগের তরফে । সেইমতোই আজ ছাতনায় বিশেষ টীকাকরণ কর্মসূচি পালিত হল ।

তিন-চারদিন ধরে ছাতনা ব্লকের মেট্যালা গ্রাম পঞ্চায়েতের কাটাপাহাড়ি গ্রামের বিভিন্ন বাড়িতে গোরুর মৃত্যু হচ্ছিল। কোরোনা সংক্রমণের ফলে এই ঘটনা হচ্ছে মনে করে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । তাই বিষয়টি প্রাণী সম্পদ বিভাগের আধিকারিক ও BDO-কে জানানো হয় । প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা এসে মৃত গোরুগুলির রক্ত ও লালারসের নমুনা নিয়ে যায় । সেগুলি পরীক্ষার পর জানা যায়, কোরোনায় নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে মৃত্যু হয়েছে গোরুগুলির ।

বিষয়টি নিয়ে ছাতনা ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছিলেন, এই রোগ পশুদের থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় না । তবে, গ্রামের গোরুগুলিকে বিশেষ টীকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রাণী সম্পদ বিভাগের সেই সিদ্ধান্তমতোই ছাতনার গোরুগুলিকে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে টীকা দেওয়া হয় । মানসকুমারের মতে, এই টীকার সাহায্যে গোরুর মৃত্যু আটকানো যেতে পারে ।

ছাতনা, 1 মে : প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা পরীক্ষা করে জানিয়েছিলেন, ছাতনায় কোরোনা নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে মৃত্যু হচ্ছে গোরুদের । এরপরই গোরুদের টীকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় প্রাণী সম্পদ বিভাগের তরফে । সেইমতোই আজ ছাতনায় বিশেষ টীকাকরণ কর্মসূচি পালিত হল ।

তিন-চারদিন ধরে ছাতনা ব্লকের মেট্যালা গ্রাম পঞ্চায়েতের কাটাপাহাড়ি গ্রামের বিভিন্ন বাড়িতে গোরুর মৃত্যু হচ্ছিল। কোরোনা সংক্রমণের ফলে এই ঘটনা হচ্ছে মনে করে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । তাই বিষয়টি প্রাণী সম্পদ বিভাগের আধিকারিক ও BDO-কে জানানো হয় । প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা এসে মৃত গোরুগুলির রক্ত ও লালারসের নমুনা নিয়ে যায় । সেগুলি পরীক্ষার পর জানা যায়, কোরোনায় নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে মৃত্যু হয়েছে গোরুগুলির ।

বিষয়টি নিয়ে ছাতনা ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছিলেন, এই রোগ পশুদের থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় না । তবে, গ্রামের গোরুগুলিকে বিশেষ টীকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রাণী সম্পদ বিভাগের সেই সিদ্ধান্তমতোই ছাতনার গোরুগুলিকে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে টীকা দেওয়া হয় । মানসকুমারের মতে, এই টীকার সাহায্যে গোরুর মৃত্যু আটকানো যেতে পারে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.