বাঁকুড়া, 24 মে: পাত্রসায়েরের পর ফের দুই কোরোনা আক্রান্তের খোঁজ মিলল বাঁকুড়ায় । তাঁরা কলকাতা থেকে ফেরেন । ওই দু'জন বাঁকুড়ার ছাতনার বাসিন্দা বলে জানা গেছে । আক্রান্তদের মধ্যে একজনের বয়স 28 বছর এবং অন্যজনের 65 বছর ।
তাঁরা দু'জনেই কর্মসূত্রে কলকাতায় থাকতেন । দু'জনের মধ্যে একজন 14 মে ছাতনার বাড়িতে ফেরেন । ওইদিনই তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । পরদিন তিনি হোম কোয়ারানটিনে না থেকে ফের কলকাতায় ফিরে যান বলে স্থানীয় সূত্রে খবর । তিনি কলকাতায় একটি কুরিয়ার সার্ভিস সংস্থায় কাজ করেন ।
অপরজন 13 মে কলকাতা থেকে ছাতনায় বাড়িতে ফেরেন । 14 মে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন । 14 মে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে কলকাতার স্কুল অব ট্রপিকাল মেডিসিনে দুইজনের সোয়াবের নমুনা পাঠানো হয় । গতকাল তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে খবর । দুই পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ । কোরোনা আক্রান্ত দ্বিতীয়জনকে দুর্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হবে।