ETV Bharat / state

CAA সমর্থনে বাঁকুড়ায় প্রচার জেলার দুই BJP সাংসদের - POLITICAL

বাঁকুড়া শহরে জেলার 2 BJP সাংসদ একসঙ্গে CAA আইন এর সমর্থনে প্রচার করলেন৷

bankura
বিজেপি সাংসদ
author img

By

Published : Jan 28, 2020, 1:19 PM IST

বাঁকুড়া, 28 জানুয়ারি : গতকাল সন্ধ্যাবেলা বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে CAA আইনের সমর্থনে জনসংযোগে একসঙ্গে পথে নামলেন জেলার দুই BJP সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ ৷ CAA কোনও ভারতীয়কে দেশ থেকে বিতাড়িত করার জন্য করা হয়নি ৷

আসলে অনুপ্রবেশকারীদের এদেশ থেকে হঠাতে এই আইন করা হয়েছে , দলের পুস্তিকা বিতরণ করে সাধারণ মানুষকে এভাবেই দুই সাংসদ এদিন বোঝান ৷ দুই সাংসদ বলেন এ রাজ্যে সরকার সাধারণ মানুষকে CAA নিয়ে ভুল বোঝাচ্ছে ৷ সুভাষবাবু বলেন "তৃণমূল সরকারের যারা বিশিষ্ট আইনজীবী দিল্লিতে সেই কপিল সিবাল এবং সলমন খুরশিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই আইন প্রতিটি রাজ্যকেই মানতে হবে ৷''

BJP সাংসদ

অন্যদিকে সাংসদ সৌমিত্র খাঁ বলেন "একসময় তৃণমূল তিন তালাক বিরোধী আইনের বিরোধিতা করেছিল ৷ ফিরহাদ হাকিম পথে নেমে এই আইনকে বিরোধিতা করেন, অথচ আজ তাঁর পারিবারিক সমস্যা মেটাতে তিনি নিজে এই আইনের দ্বারস্থ হয়েছেন ৷"

বাঁকুড়া, 28 জানুয়ারি : গতকাল সন্ধ্যাবেলা বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে CAA আইনের সমর্থনে জনসংযোগে একসঙ্গে পথে নামলেন জেলার দুই BJP সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ ৷ CAA কোনও ভারতীয়কে দেশ থেকে বিতাড়িত করার জন্য করা হয়নি ৷

আসলে অনুপ্রবেশকারীদের এদেশ থেকে হঠাতে এই আইন করা হয়েছে , দলের পুস্তিকা বিতরণ করে সাধারণ মানুষকে এভাবেই দুই সাংসদ এদিন বোঝান ৷ দুই সাংসদ বলেন এ রাজ্যে সরকার সাধারণ মানুষকে CAA নিয়ে ভুল বোঝাচ্ছে ৷ সুভাষবাবু বলেন "তৃণমূল সরকারের যারা বিশিষ্ট আইনজীবী দিল্লিতে সেই কপিল সিবাল এবং সলমন খুরশিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই আইন প্রতিটি রাজ্যকেই মানতে হবে ৷''

BJP সাংসদ

অন্যদিকে সাংসদ সৌমিত্র খাঁ বলেন "একসময় তৃণমূল তিন তালাক বিরোধী আইনের বিরোধিতা করেছিল ৷ ফিরহাদ হাকিম পথে নেমে এই আইনকে বিরোধিতা করেন, অথচ আজ তাঁর পারিবারিক সমস্যা মেটাতে তিনি নিজে এই আইনের দ্বারস্থ হয়েছেন ৷"

Intro:বাঁকুড়া শহরে জেলার 2 বিজেপি সাংসদ একসঙ্গে সি এ এ আইন এর সমর্থনে প্রচার করলেন।


Body:এদিন সন্ধ্যেবেলায় বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে সি এ এ আইনের সমর্থনে জনসংযোগে একসঙ্গে পথে নামলেন জেলার 2 বিজেপি সাংসদ সুভাষ সরকার সৌমিত্র খাঁ। সি এ এ কোন ভারতীয় কে দেশ থেকে বিতাড়িত করার জন্য করা হয়নি; আসলে অনুপ্রবেশকারীদের এদেশ থেকে হঠাতে এই এই আইন করা হয়েছে , দলের পুস্তিকা বিতরণ করে সাধারণ মানুষকে এভাবেই দুই সাংসদের এদিন বোঝান। সুভাষ বাবু বলেন, তৃণমূল সরকারের যারা বিশিষ্ট আইনজীবী দিল্লিতে সেই কপিল সিব্বল এবং সালমান খুরশিদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই আইন প্রতিটি রাজ্যকেই মানতে হবে। তারপরেও মুখ্যমন্ত্রী যা করছেন এটা শুধুমাত্র অনুপ্রবেশকারীদের কে ভুল বুঝিয়ে ভোট নেওয়ার জন্য। অন্যদিকে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, একসময় তৃণমূল তিন তালাক বিরোধী আইনের বিরোধিতা করেছিল। ফিরহাদ হাকিম পথে নেমে এই আইনকে বিরোধিতা করেন অথচ আজ তার পারিবারিক সমস্যা মেটাতে তিনি নিজে এই আইনের দ্বারস্থ হয়েছেন।


Conclusion:বাইট: সুভাষ সরকার, সাংসদ বাঁকুড়া বাইট: সৌমিত্র খাঁ, সাংসদ বিষ্ণুপুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.