বাঁকুড়া, 28 জানুয়ারি : গতকাল সন্ধ্যাবেলা বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে CAA আইনের সমর্থনে জনসংযোগে একসঙ্গে পথে নামলেন জেলার দুই BJP সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ ৷ CAA কোনও ভারতীয়কে দেশ থেকে বিতাড়িত করার জন্য করা হয়নি ৷
আসলে অনুপ্রবেশকারীদের এদেশ থেকে হঠাতে এই আইন করা হয়েছে , দলের পুস্তিকা বিতরণ করে সাধারণ মানুষকে এভাবেই দুই সাংসদ এদিন বোঝান ৷ দুই সাংসদ বলেন এ রাজ্যে সরকার সাধারণ মানুষকে CAA নিয়ে ভুল বোঝাচ্ছে ৷ সুভাষবাবু বলেন "তৃণমূল সরকারের যারা বিশিষ্ট আইনজীবী দিল্লিতে সেই কপিল সিবাল এবং সলমন খুরশিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই আইন প্রতিটি রাজ্যকেই মানতে হবে ৷''
অন্যদিকে সাংসদ সৌমিত্র খাঁ বলেন "একসময় তৃণমূল তিন তালাক বিরোধী আইনের বিরোধিতা করেছিল ৷ ফিরহাদ হাকিম পথে নেমে এই আইনকে বিরোধিতা করেন, অথচ আজ তাঁর পারিবারিক সমস্যা মেটাতে তিনি নিজে এই আইনের দ্বারস্থ হয়েছেন ৷"