ETV Bharat / state

আমরা সেনার পক্ষে, কেন্দ্রের পক্ষে নই : অভিষেক - Mamata Banerjee

ভারতের তিন বাহিনী কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় : অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 7, 2019, 11:45 PM IST

মেজিয়া, ৭ মার্চ : ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের মূল ভূ-খণ্ডে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্প গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। সেই অভিযানে কতজন জঙ্গি খতম হয়েছে তার তথ্য নিয়ে শাসক-বিরোধী তরজা চলছে। বিরোধীদের দাবি, অভিযান নিয়ে সরকার সঠিক তথ্য জানাক। পালটা জবাবে বিরোধীদের পাকিস্তানের পোস্টার বয় বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সে প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "নকল দেশপ্রেম দিয়ে (BJP) মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ভারতের তিন বাহিনী কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। আমরা সেনা, সম্প্রীতি, বায়ুসেনা ও নৌবাহিনীর পক্ষে। কিন্তু, আমরা একনায়ক মোদি সরকারের পক্ষে নই। যে-ই প্রশ্ন করছে তাকে (BJP) দেশদ্রোহী বলছে।"

আজ বাঁকুড়ার দুর্লভপুরে একটি জল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের শিলান্যাস করতে যান অভিষেক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ১০ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে মেজিয়া, গঙ্গাজলঘাটি, তালডাংরা এলাকায় ২০৫০ সাল পর্যন্ত ৮ লাখ মানুষের পানীয় জলের চাহিদা মিটবে।

শিলান্যাস অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উন্নয়নের প্রশ্নে মোদি সরকারের সমালোচনা করে অভিষেক বলেন, "ফাঁকা কলসির মতো বড় বড় কথা আর কাজের সময় লবডঙ্কার সরকার আমাদের নয়। মুখে মারিতং জগত আর কাজের সময় কাঁচকলা, লবডঙ্কার সরকার নয়। আমরা যা কথা দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করেছি। কেন্দ্রের সরকার একটাও উন্নয়নের কাজ করেনি। বাঁকুড়ার উন্নয়নে ৫০ পয়সা বা এক টাকাও দেয়নি।"

undefined

পাশাপাশি, ধর্ম প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে অভিষেক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের ভিত্তিতে বিভাজন করে না। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, তার কোনও ধর্ম নেই।"

মেজিয়া, ৭ মার্চ : ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের মূল ভূ-খণ্ডে ঢুকে জইশ-ই-মহম্মদের ক্যাম্প গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। সেই অভিযানে কতজন জঙ্গি খতম হয়েছে তার তথ্য নিয়ে শাসক-বিরোধী তরজা চলছে। বিরোধীদের দাবি, অভিযান নিয়ে সরকার সঠিক তথ্য জানাক। পালটা জবাবে বিরোধীদের পাকিস্তানের পোস্টার বয় বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সে প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, "নকল দেশপ্রেম দিয়ে (BJP) মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ভারতের তিন বাহিনী কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। আমরা সেনা, সম্প্রীতি, বায়ুসেনা ও নৌবাহিনীর পক্ষে। কিন্তু, আমরা একনায়ক মোদি সরকারের পক্ষে নই। যে-ই প্রশ্ন করছে তাকে (BJP) দেশদ্রোহী বলছে।"

আজ বাঁকুড়ার দুর্লভপুরে একটি জল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের শিলান্যাস করতে যান অভিষেক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ১০ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে মেজিয়া, গঙ্গাজলঘাটি, তালডাংরা এলাকায় ২০৫০ সাল পর্যন্ত ৮ লাখ মানুষের পানীয় জলের চাহিদা মিটবে।

শিলান্যাস অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উন্নয়নের প্রশ্নে মোদি সরকারের সমালোচনা করে অভিষেক বলেন, "ফাঁকা কলসির মতো বড় বড় কথা আর কাজের সময় লবডঙ্কার সরকার আমাদের নয়। মুখে মারিতং জগত আর কাজের সময় কাঁচকলা, লবডঙ্কার সরকার নয়। আমরা যা কথা দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করেছি। কেন্দ্রের সরকার একটাও উন্নয়নের কাজ করেনি। বাঁকুড়ার উন্নয়নে ৫০ পয়সা বা এক টাকাও দেয়নি।"

undefined

পাশাপাশি, ধর্ম প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে অভিষেক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের ভিত্তিতে বিভাজন করে না। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, তার কোনও ধর্ম নেই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.