ETV Bharat / state

দৈনন্দিন জীবন থেকে ব্রেক চাই ? ঘুরে আসতে পারেন গাংদুয়া - ভ্রমণ

কাজ থেকে বাড়ি । আর বাড়ি থেকে কাজ । প্রতিদিনের এই একঘেঁয়েমি জীবন থেকে ছুটি নিতে ঘুরে আসতে পারেন গাংদুয়া ।

Bankura Tour
গাংদুয়া
author img

By

Published : Jan 23, 2020, 9:46 PM IST

Updated : Jan 24, 2020, 4:26 PM IST

বিষ্ণুপুর, 23 জানুয়ারি : বেশিরভাগ মধ্যবিত্তেরই প্রতিদিন একই রুটিন । বাড়ি থেকে কাজ । আর কাজ থেকে বাড়ি । নিজের এই একঘেয়েমি জীবন থেকে একটু ব্রেক নেবেন ভাবছেন ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ালেন অফিসের বস । পরিবারের সঙ্গে যে সময় কাটাবেন তার জন্য ছুটি দিচ্ছেন না তিনি । তাও বা যা ছুটি পেলেন এবার খাড়া হয়ে দাঁড়ালো সন্তানের স্কুল । তাই এসবের মাঝে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোই হয় না ।

আপনার এই সব সমস্যার সমাধান করতে পারে গাংদুয়া । বাঁকুড়া শহর থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই গাংদুয়া । গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত এই ভ্রমণকেন্দ্রে শালী নদীর একটি জলাধার রয়েছে । এই জলাধারে ব্যবস্থা করা হয়েছে বোটিংয়ের । খরচ মাত্র 30 টাকা । বাচ্চাদের খেলার জন্য রয়েছে ইকোপার্কও । বনভোজনের জন্যও রয়েছে উপযুক্ত ব্যবস্থা । আর এই সবকিছুর জন্য খরচ 1000 থেকে 2000 টাকা ।

নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসতে পারেন গাংদুয়া

হাতে একদিন থাকলেই অনায়াসে ঘুরে আসা যায় গাংদুয়া । রাত্রি যাপন করতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে । পঞ্চায়েত সমিতির তরফে করা হয়েছে অতিথি নিবাস । ছোট থেকে বড় সকলেই খুশি গাংদুয়ার মনোরম পরিবেশে ।

এখন আর বসের কাছে ছুটির জন্য কাকুতি মিনতিও করতে হবে না । আর সন্তানের পড়াশোনার কথাও ভাবতে হবে না । অনায়াসে নিজের দৈনন্দিন জীবন থেকে ব্রেক নিয়ে একটা বা দুটো দিনের জন্য ঘুরে আসতে পারেন গাংদুয়া থেকে ।

বিষ্ণুপুর, 23 জানুয়ারি : বেশিরভাগ মধ্যবিত্তেরই প্রতিদিন একই রুটিন । বাড়ি থেকে কাজ । আর কাজ থেকে বাড়ি । নিজের এই একঘেয়েমি জীবন থেকে একটু ব্রেক নেবেন ভাবছেন ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ালেন অফিসের বস । পরিবারের সঙ্গে যে সময় কাটাবেন তার জন্য ছুটি দিচ্ছেন না তিনি । তাও বা যা ছুটি পেলেন এবার খাড়া হয়ে দাঁড়ালো সন্তানের স্কুল । তাই এসবের মাঝে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোই হয় না ।

আপনার এই সব সমস্যার সমাধান করতে পারে গাংদুয়া । বাঁকুড়া শহর থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই গাংদুয়া । গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত এই ভ্রমণকেন্দ্রে শালী নদীর একটি জলাধার রয়েছে । এই জলাধারে ব্যবস্থা করা হয়েছে বোটিংয়ের । খরচ মাত্র 30 টাকা । বাচ্চাদের খেলার জন্য রয়েছে ইকোপার্কও । বনভোজনের জন্যও রয়েছে উপযুক্ত ব্যবস্থা । আর এই সবকিছুর জন্য খরচ 1000 থেকে 2000 টাকা ।

নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসতে পারেন গাংদুয়া

হাতে একদিন থাকলেই অনায়াসে ঘুরে আসা যায় গাংদুয়া । রাত্রি যাপন করতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে । পঞ্চায়েত সমিতির তরফে করা হয়েছে অতিথি নিবাস । ছোট থেকে বড় সকলেই খুশি গাংদুয়ার মনোরম পরিবেশে ।

এখন আর বসের কাছে ছুটির জন্য কাকুতি মিনতিও করতে হবে না । আর সন্তানের পড়াশোনার কথাও ভাবতে হবে না । অনায়াসে নিজের দৈনন্দিন জীবন থেকে ব্রেক নিয়ে একটা বা দুটো দিনের জন্য ঘুরে আসতে পারেন গাংদুয়া থেকে ।

Intro:বাঁকুড়া জেলার অন্যতম ভ্রমণ কেন্দ্র শালী নদীর জলাধার গাংদুয়া।


Body:বাঁকুড়া শহর থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত গাংদুয়া। গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত এই ভ্রমণ কেন্দ্রটি। এখানে শালী নদীর একটি জলাধার তৈরি করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রাকৃতিক জঙ্গল। জনকোলাহল থেকে বহুদূরে এরকমই একটি জায়গায় প্রতিবছর হাজার হাজার মানুষ বেড়াতে আসেন শীতের মরসুমে। শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, এখানে পাশাপাশি বর্ধমান, পুরুলিয়া, আসানসোল এমনকি ভীন রাজ্য বিহারী ঝাড়খন্ড থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের জন্য বোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। রাত্রিযাপনের জন্য আপাতত পঞ্চায়েত সমিতির তরফ এ একটি ছোটখাটো আবাসন তৈরি করা হয়েছে জলাধারের পাশেই। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে ইকোপার্ক। বনভোজনের জন্য জলাধারের ঠিক পাশেই উপযুক্ত জায়গা রয়েছে। সূর্যাস্ত এখানে খুবই মনোরম দেখায়। সাধারণত এখানে মানুষ রাত্রি যাপন করেন না, তবে বেশ কিছু চাহিদা পূরণ হলেই এই জায়গাটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করেন অনেকে।


Conclusion:বাইট- বিক্রম সিং, পর্যটক শুভ্রা গাঙ্গুলী, পর্যটক দ্বিগবিজয় কর্মকার, পর্যটক দীপান্বিতা বিশ্বাস, পর্যটক উত্তম সিংহ, স্থানীয় ব্যবসায়ী
Last Updated : Jan 24, 2020, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.