ETV Bharat / state

Susunia Hill Tourism : পর্যটনের মরশুমে শুশুনিয়া রক্ষায় তৎপর পুলিশ-প্রশাসন - to protect natural beauty of susunia hill police and administration of bankura are taking initiatives

শীতে পর্যটকদের ভিড়ে যাতে শুশুনিয়া পাহাড়ের প্রকৃতিক পরিবেশ নষ্ট না-হয় তার জন্য তৎপর স্থানীয় পুলিশ-প্রশাসন (to protect natural beauty of susunia hill police and administration of bankura are taking initiatives) ৷ চলছে সচেতনতামূলক প্রচারও ৷

Susunia Hill Tourism
পর্যটনের মরশুমে শুশুনিয়া রক্ষায় তৎপর পুলিশ-প্রশাসন
author img

By

Published : Dec 25, 2021, 9:59 PM IST

বাঁকুড়া, 25 ডিসেম্বর: বাঁকুড়া শহরের পশ্চিম দিকে প্রায় ২২ কিলোমিটার গেলেই শুশুনিয়া পাহাড় ৷ রাজ্যের অন্যতম পর্যটনস্থল বাঁকুড়ার এই পাহাড় ৷ অঝোর ধারায় বয়ে চলা ঝর্না আর সবুজ বনানী, সঙ্গে নানা পাখির কলতান, এককথা মন ভাল করে দেওয়ার মত এক পরিবেশ ৷ নিজের রূপের ডালি নিয়ে পর্যটকদের বরাবরই আকৃষ্ট করে ঢাড় বঙ্গের এই পাহাড় ৷ আর শীতে যেন অন্য মাত্রা পায় শুশুনিয়ার রূপ ৷ ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন বহু পর্যটক ৷

কিন্তু এই সময়ে এখানে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই থেকে যায় প্রকৃতিক পরিবেশ নষ্ট ও পরিবেশ দূষণের আশঙ্কাও ৷ থাকে অসামাজিক নানা কাজকর্মের সম্ভাবনাও ৷ অত্যধিক শব্দ যুক্ত সাউন্ড সিস্টেম, বর্জ্য পদার্থ, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের নানা সরঞ্জাম একদিকে জঙ্গলের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে, তেমনই জুয়া খেলার অভিযোগও এখানে অতীতে উঠেছে ৷ এবার তাই বিষয়টি নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক স্থানীয় পুলিশ-প্রশাসন (to protect natural beauty of susunia hill police and administration of bankura are taking initiatives) ৷

পর্যটনের মরশুমে শুশুনিয়া রক্ষায় তৎপর পুলিশ-প্রশাসন

আরও পড়ুন : করোনাবিধি শিকেয় তুলে বড়দিনে দিঘায় ভিড় জমালেন পর্যটকরা

এই মরশুমে পর্যটকদের ভিড়ে শুশুনিয়া পাহাড়ের কোলে যাতে কোনওরকম পূর্ববর্তী ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন ৷ এলাকা পরিদর্শন করে স্থানীয়দের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে ৷

এবিষয়ে বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) সুপ্রকাশ দাস বলেন,"ভবিষ্যতে এখানে সবরকম অসাধু কাজকর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রচুর পরিমাণে পুলিশকর্মী এখানে থাকবে, পর্যটকদের কোনও সমস্যা হলে তাঁরা তাদের সাহায্য নিতে পারেন ৷" জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুশুনিয়ার স্থানীয় মানুষ ৷

বাঁকুড়া, 25 ডিসেম্বর: বাঁকুড়া শহরের পশ্চিম দিকে প্রায় ২২ কিলোমিটার গেলেই শুশুনিয়া পাহাড় ৷ রাজ্যের অন্যতম পর্যটনস্থল বাঁকুড়ার এই পাহাড় ৷ অঝোর ধারায় বয়ে চলা ঝর্না আর সবুজ বনানী, সঙ্গে নানা পাখির কলতান, এককথা মন ভাল করে দেওয়ার মত এক পরিবেশ ৷ নিজের রূপের ডালি নিয়ে পর্যটকদের বরাবরই আকৃষ্ট করে ঢাড় বঙ্গের এই পাহাড় ৷ আর শীতে যেন অন্য মাত্রা পায় শুশুনিয়ার রূপ ৷ ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন বহু পর্যটক ৷

কিন্তু এই সময়ে এখানে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই থেকে যায় প্রকৃতিক পরিবেশ নষ্ট ও পরিবেশ দূষণের আশঙ্কাও ৷ থাকে অসামাজিক নানা কাজকর্মের সম্ভাবনাও ৷ অত্যধিক শব্দ যুক্ত সাউন্ড সিস্টেম, বর্জ্য পদার্থ, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের নানা সরঞ্জাম একদিকে জঙ্গলের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে, তেমনই জুয়া খেলার অভিযোগও এখানে অতীতে উঠেছে ৷ এবার তাই বিষয়টি নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক স্থানীয় পুলিশ-প্রশাসন (to protect natural beauty of susunia hill police and administration of bankura are taking initiatives) ৷

পর্যটনের মরশুমে শুশুনিয়া রক্ষায় তৎপর পুলিশ-প্রশাসন

আরও পড়ুন : করোনাবিধি শিকেয় তুলে বড়দিনে দিঘায় ভিড় জমালেন পর্যটকরা

এই মরশুমে পর্যটকদের ভিড়ে শুশুনিয়া পাহাড়ের কোলে যাতে কোনওরকম পূর্ববর্তী ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন ৷ এলাকা পরিদর্শন করে স্থানীয়দের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে ৷

এবিষয়ে বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) সুপ্রকাশ দাস বলেন,"ভবিষ্যতে এখানে সবরকম অসাধু কাজকর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রচুর পরিমাণে পুলিশকর্মী এখানে থাকবে, পর্যটকদের কোনও সমস্যা হলে তাঁরা তাদের সাহায্য নিতে পারেন ৷" জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুশুনিয়ার স্থানীয় মানুষ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.