ETV Bharat / state

কোরোনা আতঙ্ক কাটাতে ডুয়ার্সকন্যার কর্মীদের সোয়ার টেস্ট

author img

By

Published : Jul 19, 2020, 12:00 AM IST

আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার কর্মীদের সোয়াব টেস্ট করা হবে আগামী তিনদিন ধরে। আজ 187 জন সোয়াব দেন।

Alipurduar
Alipurduar

আলিপুরদুয়ার, 18 জুলাই : জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার 700 কর্মীর মন থেকে কোরোনা আতঙ্ক দূর করতে আজ থেকে ইনডোর স্টেডিয়ামে শুরু হল সোয়াব টেস্ট । সোয়াব নমুনা দিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) অনুকূল সরকারসহ সমস্ত দপ্তরের আধিকারিক ও কর্মীরা ।


চলতি মাসের 6 তারিখে ডুয়ার্সকন্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের এক অস্থায়ী কর্মীর দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর থেকে আতঙ্ক চেপে বসে ডুয়ার্সকন্যার আধিকারিক ও কর্মীদের মনে। ছয়তল বিশিষ্ট এই প্রশাসনিক ভবনে এক ছাদের তলায় একসাথে রাজ্য সরকারের প্রায় ৪০টি দপ্তর রয়েছে । স্থায়ী, অস্থায়ী মিলিয়ে প্রায় 700 জন কর্মী কাজ করেন৷ এরমধ্যে আজ 187 জন কর্মী নিজেদের সোয়াব নমুনা দেন। টানা তিনদিন ডুয়ার্সকন্যার কর্মীদের সোয়াব নেওয়া হবে বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ ।

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, “প্রশাসনিক ভবনের অধিকারিক ও কর্মীদের দেহে কোরোনা সংক্রমণ হয়েছে কি না তা জানতে আজ থেকে শুরু হল সোয়াব টেস্ট ।”

আলিপুরদুয়ার, 18 জুলাই : জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার 700 কর্মীর মন থেকে কোরোনা আতঙ্ক দূর করতে আজ থেকে ইনডোর স্টেডিয়ামে শুরু হল সোয়াব টেস্ট । সোয়াব নমুনা দিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) অনুকূল সরকারসহ সমস্ত দপ্তরের আধিকারিক ও কর্মীরা ।


চলতি মাসের 6 তারিখে ডুয়ার্সকন্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের এক অস্থায়ী কর্মীর দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর থেকে আতঙ্ক চেপে বসে ডুয়ার্সকন্যার আধিকারিক ও কর্মীদের মনে। ছয়তল বিশিষ্ট এই প্রশাসনিক ভবনে এক ছাদের তলায় একসাথে রাজ্য সরকারের প্রায় ৪০টি দপ্তর রয়েছে । স্থায়ী, অস্থায়ী মিলিয়ে প্রায় 700 জন কর্মী কাজ করেন৷ এরমধ্যে আজ 187 জন কর্মী নিজেদের সোয়াব নমুনা দেন। টানা তিনদিন ডুয়ার্সকন্যার কর্মীদের সোয়াব নেওয়া হবে বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ ।

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, “প্রশাসনিক ভবনের অধিকারিক ও কর্মীদের দেহে কোরোনা সংক্রমণ হয়েছে কি না তা জানতে আজ থেকে শুরু হল সোয়াব টেস্ট ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.