ETV Bharat / state

Taldangra Tourism: তালডাংরার পর্যটন ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা এলাকার বিধায়কের - অরূপ চক্রবর্তী

স্থানীয় বাসিন্দাদের মতে এলাকার পর্যটন ব্যবসার উন্নতি হলে বাড়বে কর্মসংস্থানও ৷ তাঁদের সেই ইচ্ছেকেই গুরুত্ব দিচ্ছেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ৷

Taldangra Tourism
তালডাংরার পর্যটন ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা এলাকার বিধায়কের
author img

By

Published : Nov 5, 2021, 7:44 PM IST

বাঁকুড়া, 5 নভেম্বর : সবুজ জঙ্গল, সঙ্গে পাখির কলতান ৷ এই টানে দক্ষিণ বাঁকুড়ার তালডাংরার জঙ্গলে ছুটে আসতেন পর্যটকরা ৷ দু'দিক সবুজ বনানী ঘেরা কালো পিচের রাস্তা ধরে ঘুরে বেড়াতে প্রতিবছর এখানে ভিড় করতেন বহু পর্যটক ৷ কিন্তু কোভিড আবহে নানা বিধি-নিষেধের কারণে মার খেয়েছে এইসব অঞ্চলের পর্যটন ৷ ফলে সমস্যায় পড়েছেন এখানে পর্যটন ব্য়বসার উপর উপর নির্ভরশীল মানুষেরা ৷

স্থানীয় বাসিন্দাদের অনেকেরই মত, এই অঞ্চলে পর্যটন ব্যবসার উন্নয়নের প্রচুর সুযোগ থাকলেও এর আগে সেভাবে বিষয়টি নিয়ে কোনও পরিকল্পনা হয়নি ৷ 2021 এর বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল নেতা তথা বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী ৷ ভোটের প্রচারে তাঁর তার মূল এজেন্ডা ছিল তালডাংরা বিধানসভার পর্যটনকে ঢেলে সাজানো এবং পর্যটন নির্ভর ওই এলাকার মানুষগুলোর জন্য দু'বেলা দু'মুঠো অন্নের যথাযথ সংস্থান এবং কর্মসংস্থান করে দেওয়া।

আরও পড়ুন : Kali Pujo 2021 : সোনামুখীতে 150 বছরের পুরনো ক্ষ্যাপা কালীর পায়ে শিকল

ভোটে জিতে এবার এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন অরূপ চক্রবর্তী ৷ তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে, চেচুরিয়া ইকোপার্ক এবং তার ভিতরের বিশাল পুকুরের সংস্কার, লক্ষীসাগর-এর রঙ্কিনী মায়ের মন্দিরের শিশু পার্ক, সিমলাপালে বন দফতরের অধীনস্থ 200 বিঘার পুকুর সংস্কার, শিলাবতী নদীর ওপরে ঘাঘর নামক এলাকার উন্নয়ন ও পর্যটন পরিকাঠামো তৈরি ৷ নিজের পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন তিনি ৷

তালডাংরার পর্যটন ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা এলাকার বিধায়কের

নিজের পরিকল্পনা প্রসঙ্গে তালডাংরার বিধায়ক বলেছেন, "দক্ষিণ বাঁকুড়ায় শিল্পের সম্ভাবনা জেলার অন্যান্য প্রান্তের তুলনায় অনেকটাই কম ৷ তাই দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি"। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাঁকুড়ার রানি মুকুটমণিপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে ৷ একইভাবে দক্ষিণ বাঁকুড়ার এই পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন হবে বলে আশা রাখছেন তিনি। তাঁর আশা, পর্যটনের উন্নয়ন হলে পর্যটকেরা আবার মুখ ফিরে তাকাবেন এই দক্ষিণ বাঁকুড়ার এইসব অংশের দিকে ৷ ফলে বদলে যেতে পারে এলাকার চেহারা, হতে পারে হাজারো কর্মসংস্থান। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ৷

বাঁকুড়া, 5 নভেম্বর : সবুজ জঙ্গল, সঙ্গে পাখির কলতান ৷ এই টানে দক্ষিণ বাঁকুড়ার তালডাংরার জঙ্গলে ছুটে আসতেন পর্যটকরা ৷ দু'দিক সবুজ বনানী ঘেরা কালো পিচের রাস্তা ধরে ঘুরে বেড়াতে প্রতিবছর এখানে ভিড় করতেন বহু পর্যটক ৷ কিন্তু কোভিড আবহে নানা বিধি-নিষেধের কারণে মার খেয়েছে এইসব অঞ্চলের পর্যটন ৷ ফলে সমস্যায় পড়েছেন এখানে পর্যটন ব্য়বসার উপর উপর নির্ভরশীল মানুষেরা ৷

স্থানীয় বাসিন্দাদের অনেকেরই মত, এই অঞ্চলে পর্যটন ব্যবসার উন্নয়নের প্রচুর সুযোগ থাকলেও এর আগে সেভাবে বিষয়টি নিয়ে কোনও পরিকল্পনা হয়নি ৷ 2021 এর বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল নেতা তথা বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী ৷ ভোটের প্রচারে তাঁর তার মূল এজেন্ডা ছিল তালডাংরা বিধানসভার পর্যটনকে ঢেলে সাজানো এবং পর্যটন নির্ভর ওই এলাকার মানুষগুলোর জন্য দু'বেলা দু'মুঠো অন্নের যথাযথ সংস্থান এবং কর্মসংস্থান করে দেওয়া।

আরও পড়ুন : Kali Pujo 2021 : সোনামুখীতে 150 বছরের পুরনো ক্ষ্যাপা কালীর পায়ে শিকল

ভোটে জিতে এবার এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন অরূপ চক্রবর্তী ৷ তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে, চেচুরিয়া ইকোপার্ক এবং তার ভিতরের বিশাল পুকুরের সংস্কার, লক্ষীসাগর-এর রঙ্কিনী মায়ের মন্দিরের শিশু পার্ক, সিমলাপালে বন দফতরের অধীনস্থ 200 বিঘার পুকুর সংস্কার, শিলাবতী নদীর ওপরে ঘাঘর নামক এলাকার উন্নয়ন ও পর্যটন পরিকাঠামো তৈরি ৷ নিজের পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন তিনি ৷

তালডাংরার পর্যটন ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা এলাকার বিধায়কের

নিজের পরিকল্পনা প্রসঙ্গে তালডাংরার বিধায়ক বলেছেন, "দক্ষিণ বাঁকুড়ায় শিল্পের সম্ভাবনা জেলার অন্যান্য প্রান্তের তুলনায় অনেকটাই কম ৷ তাই দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি"। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাঁকুড়ার রানি মুকুটমণিপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে ৷ একইভাবে দক্ষিণ বাঁকুড়ার এই পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন হবে বলে আশা রাখছেন তিনি। তাঁর আশা, পর্যটনের উন্নয়ন হলে পর্যটকেরা আবার মুখ ফিরে তাকাবেন এই দক্ষিণ বাঁকুড়ার এইসব অংশের দিকে ৷ ফলে বদলে যেতে পারে এলাকার চেহারা, হতে পারে হাজারো কর্মসংস্থান। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.