কেঠারডাঙা (বাঁকুড়া), 13 ফেব্রুয়ারি : 108টি পৌরসভার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি । প্রচারে মাঠে নেমেছে ডান-বাম রাম । বাঁকুড়া পৌরসভার মোট ওয়ার্ডের সংখ্যা 24 । গত উনিশের লোকসভা ভোটে 24টির মধ্যে 23টি ওয়ার্ডেই পদ্মফুল জিতেছিল ৷ একুশের বিধানসভা ভোটে 24টির মধ্যে 7টি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC stronghold 19 no ward in Bankura Civic Poll ) । তৃণমূল এগিয়েছিল শুধু 19 নম্বর ওয়ার্ডে ৷
বাইশের পৌরনির্বাচনে বাঁকুড়াবাসীর নজর 19 নম্বর ওয়ার্ড । গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডটিতে এগিয়ে ছিল শাসক তৃণমূল ৷ তাই এবারও 19 নম্বর ওয়ার্ডের দিকে তাকিয়ে এলাকাবাসী ৷ একই ফল কি ধরে রাখতে পারবে তৃণমূল শিবির ?
এই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী বিদায়ী কাউন্সিলর শেখ আজিজুর রহমান । রবিবার প্রতিটি বাড়ি, দোকান এমনকি রাস্তায় বসে থাকা মানুষের কাছে গিয়ে প্রচার করতে দেখা গেল তাঁকে ৷ সবাইকে দিদির উন্নয়নের স্বার্থে ঘাসফুলে ভোট দেওয়ার আবেদন জানান বিদায়ী কাউন্সিলর ৷ ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার এলাকায় খুব বেশি সমস্যা নেই ৷ যেটুকু সমস্যা আছে তা আমি শীঘ্রই সমাধান করে দেব ৷ প্রচারে এলাকার মানুষ এবং দলীয় কর্মী-সমর্থক সবার স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে ৷" জয়ের ব্যাপারে 100% আশাবাদী তৃণমূল প্রার্থী ।