ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইন পাশে মদত রয়েছে তৃণমূলের : সূর্যকান্ত - নাগরিকত্ব সংশোধনী আইন

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস । কিন্তু CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্রর কথায়, "এই বিরোধিতা আদতে উপর উপর । পিছন থেকে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসলে BJP-কেই সমর্থন করছেন ।"

সূর্যকান্ত মিশ্র
সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Dec 14, 2019, 11:48 PM IST

বাঁকুড়া, 14 ডিসেম্বর : সোমবার লোকসভায় পেশ হয় নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 । বিলের বিরোধিতা করে বক্তব্য রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিক্ষোভ দেখান তৃণমূলের সৌগত রায়ও । কিন্তু এই বিলের পক্ষে- বিপক্ষে ভোটাভুটিতে তৃণমূলের আট সাংসদ ভোটদানে বিরত ছিলেন । আর সেই বিষয়টিকে হাতিয়ার করে বামেদের অভিযোগ, সরাসরি না হলেও নাগরিক (সংশোধনী) আইন,2019 কার্যকর করার পিছনে মদত রয়েছে তৃণমূলের । আজ বাঁকুড়ায় একটি জনসভা থেকে CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র এই দাবি করেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস । আইনের বিরোধিতা করে সোমবার থেকে তিন দিন কলকাতায় তৃণমূল মিছিল করবে বলে জানিয়েছেন তিনি । কিন্তু সূর্যকান্ত বলেন, "এই বিরোধিতা আদতে উপর উপর । পিছন থেকে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসলে BJP-কেই সমর্থন করছেন ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইনের পাশাপাশি আজ NRC ও NPR নিয়েও বক্তব্য রাখেন সূর্যকান্ত । তাঁর অভিযোগ, "দিন কয়েক আগে তিনি (মুখ্যমন্ত্রী) তাঁর টুইটার হ্যান্ডেলে সরকারি নির্দেশিকা প্রকাশ করেছেন । যেখানে NRC-র প্রথম পদক্ষেপ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার । রাজ্য ইতিমধ্যে দু'টো ডিটেনশন ক্যাম্প করার জন্য দু'টো জায়গার কথাও ভেবে ফেলেছে ।" নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ও তার প্রেক্ষিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীর কাছে আবেদন করে তিনি বলেন, "আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ।"

বাঁকুড়া, 14 ডিসেম্বর : সোমবার লোকসভায় পেশ হয় নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 । বিলের বিরোধিতা করে বক্তব্য রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিক্ষোভ দেখান তৃণমূলের সৌগত রায়ও । কিন্তু এই বিলের পক্ষে- বিপক্ষে ভোটাভুটিতে তৃণমূলের আট সাংসদ ভোটদানে বিরত ছিলেন । আর সেই বিষয়টিকে হাতিয়ার করে বামেদের অভিযোগ, সরাসরি না হলেও নাগরিক (সংশোধনী) আইন,2019 কার্যকর করার পিছনে মদত রয়েছে তৃণমূলের । আজ বাঁকুড়ায় একটি জনসভা থেকে CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র এই দাবি করেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস । আইনের বিরোধিতা করে সোমবার থেকে তিন দিন কলকাতায় তৃণমূল মিছিল করবে বলে জানিয়েছেন তিনি । কিন্তু সূর্যকান্ত বলেন, "এই বিরোধিতা আদতে উপর উপর । পিছন থেকে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসলে BJP-কেই সমর্থন করছেন ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইনের পাশাপাশি আজ NRC ও NPR নিয়েও বক্তব্য রাখেন সূর্যকান্ত । তাঁর অভিযোগ, "দিন কয়েক আগে তিনি (মুখ্যমন্ত্রী) তাঁর টুইটার হ্যান্ডেলে সরকারি নির্দেশিকা প্রকাশ করেছেন । যেখানে NRC-র প্রথম পদক্ষেপ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার । রাজ্য ইতিমধ্যে দু'টো ডিটেনশন ক্যাম্প করার জন্য দু'টো জায়গার কথাও ভেবে ফেলেছে ।" নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ও তার প্রেক্ষিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীর কাছে আবেদন করে তিনি বলেন, "আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ।"

Intro:মৌখিক বিরোধিতা করলেও আসলে মুখ্যমন্ত্রী এনআরসিতে বিজেপিকে প্রচ্ছন্ন মদদ দিচ্ছেন, বাঁকুড়ায় অভিযোগ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।


Body:বাঁকুড়া শহরের কমলার মাঠ এলাকায় একটি জনসভায় যোগদান সূর্য বাবু। তিনি সি এ এ সম্পর্কে যেভাবে এরাজ্যে হিংসাত্মক আন্দোলন চলছে তা বন্ধ করার আবেদন জানান। পাশাপাশি বলেন আন্দোলন করতে হবে কিন্তু তা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে।
তিনি অভিযোগ করেন দিন কয়েক আগে তিনি তার টুইটার হ্যান্ডেল এ সরকারি নির্দেশিকা প্রকাশ করেছেন যেখানে এনআরসির প্রথম পদক্ষেপ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্য ইতিমধ্যে দুটি ডিটেনশন ক্যাম্প করার জন্য দুটি জায়গার কথাও ভাবা হয়েছে রাজ্য সরকারের তরফে।


Conclusion:বাইট: সূর্যকান্ত মিশ্র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.