ETV Bharat / state

TMC BJP Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পাত্রসায়ের, নেপথ্যে আবাস দুর্নীতি - বাঁকুড়ার খবর

বাঁকুড়ার (Bankura) পাত্রসায়েরে (Patrasayer) রাজনৈতিক সংঘর্ষ ৷ বিবাদে জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা (TMC BJP Clash) ৷ নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ৷

TMC BJP Clash over Pradhan Mantri Awas Yojana Corruption in Patrasayer of Bankura
আবাস দুর্নীতির প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র পাত্রসায়ের ৷
author img

By

Published : Dec 28, 2022, 5:47 PM IST

তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷

বাঁকুড়া, 28 ডিসেম্বর: তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্য়ে সংঘর্ষের (TMC BJP Clash) জেরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার (Bankura) পাত্রসায়েরে (Patrasayer) ৷ ঘটনায় বিজেপির পক্ষ থেকে কয়েকজনের আহত হওয়ার অভিযোগ তোলা হলেও প্রশাসনের তরফে এমন কিছু স্বীকার করা হয়নি ৷ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন দুই রাজনৈতিক দলের সদস্যরা ৷

ঘটনার নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ৷ বস্তত, আবাস দুর্নীতির জেরে রাজ্যজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছেই ৷ অধিকাংশ ক্ষেত্রে সেইসব কর্মসূচিতে সামিল হচ্ছেন ভুক্তভোগীরা ৷ বেশ কিছু জায়গায় গেরুয়াশিবিরের তরফ থেকেও প্রতিবাদ, বিক্ষোভ দেখানো হয়েছে ৷ বুধবার বাঁকুড়ার পাত্রসায়েরেও এমনই একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷

আরও পড়ুন: রয়েছে প্রাসাদোপম বাড়ি, তারপরেও আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধানের নাম

পাত্রসায়ের 2 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি অনুপ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, "আবাস দুর্নীতির প্রতিবাদে আমরা স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছিলাম ৷ সেই অনুসারেই, আমাদের দলের কর্মীরা নারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়ের সামনে এসে জড়ো হন ৷ সেই সময় আমাদের উপর হামলা চালানো হয় ৷ তৃণমূল নেতা আশিস মিদ্যার নেতৃত্বে তাঁর অনুগামীরাই আমাদের উপর হামলা চালান ৷ এমনকী, আমাদের মহিলা সদস্য়েরও উপরও অত্যাচার করা হয় ৷ আমরাও পালটা প্রতিবাদ করি ৷ এই ঘটনায় আমাদের দু'জন কর্মী আহত হয়েছেন ৷"

এই অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস মিদ্যা ৷ তাঁর পালটা বক্তব্য, "তৃণমূল কংগ্রেস এমন নোংরা রাজনীতি করে না ৷ আমাদের কেউ কারও উপর হামলা চালাননি ৷ বিজেপির পায়ের তলায় জমি নেই ৷ সেই কারণেই ওরা অপবাদ দিচ্ছে ৷ ওরা নোংরা রাজনীতি করছে ৷ বরং বিজেপির লোকেরাই ডেপুটেশন দিতে আসার অছিলায় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের উপর হামলা করেন ৷ তা নিয়েই অশান্তি ছড়ায় ৷"

সংঘর্ষ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চললেও, অশান্তি যে হয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই ৷ ইটিভি ভারতের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি ৷ তবে, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল ৷ তাই বড় কোনও অঘটন ঘটেনি ৷ কিন্তু, তার মধ্যেই বিজেপি ও তৃণমূল কর্মীদের পরস্পরকে লক্ষ করে ইট, পাটকেল ছুড়তে দেখা যায় ৷ যদিও ক্যামেরার সামনে কোনও পক্ষই অন্য পক্ষের উপর হামলার অভিযোগ স্বীকার করেনি ৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷

বাঁকুড়া, 28 ডিসেম্বর: তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্য়ে সংঘর্ষের (TMC BJP Clash) জেরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার (Bankura) পাত্রসায়েরে (Patrasayer) ৷ ঘটনায় বিজেপির পক্ষ থেকে কয়েকজনের আহত হওয়ার অভিযোগ তোলা হলেও প্রশাসনের তরফে এমন কিছু স্বীকার করা হয়নি ৷ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন দুই রাজনৈতিক দলের সদস্যরা ৷

ঘটনার নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ৷ বস্তত, আবাস দুর্নীতির জেরে রাজ্যজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছেই ৷ অধিকাংশ ক্ষেত্রে সেইসব কর্মসূচিতে সামিল হচ্ছেন ভুক্তভোগীরা ৷ বেশ কিছু জায়গায় গেরুয়াশিবিরের তরফ থেকেও প্রতিবাদ, বিক্ষোভ দেখানো হয়েছে ৷ বুধবার বাঁকুড়ার পাত্রসায়েরেও এমনই একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷

আরও পড়ুন: রয়েছে প্রাসাদোপম বাড়ি, তারপরেও আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধানের নাম

পাত্রসায়ের 2 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি অনুপ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, "আবাস দুর্নীতির প্রতিবাদে আমরা স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছিলাম ৷ সেই অনুসারেই, আমাদের দলের কর্মীরা নারায়ণপুর পঞ্চায়েত কার্যালয়ের সামনে এসে জড়ো হন ৷ সেই সময় আমাদের উপর হামলা চালানো হয় ৷ তৃণমূল নেতা আশিস মিদ্যার নেতৃত্বে তাঁর অনুগামীরাই আমাদের উপর হামলা চালান ৷ এমনকী, আমাদের মহিলা সদস্য়েরও উপরও অত্যাচার করা হয় ৷ আমরাও পালটা প্রতিবাদ করি ৷ এই ঘটনায় আমাদের দু'জন কর্মী আহত হয়েছেন ৷"

এই অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস মিদ্যা ৷ তাঁর পালটা বক্তব্য, "তৃণমূল কংগ্রেস এমন নোংরা রাজনীতি করে না ৷ আমাদের কেউ কারও উপর হামলা চালাননি ৷ বিজেপির পায়ের তলায় জমি নেই ৷ সেই কারণেই ওরা অপবাদ দিচ্ছে ৷ ওরা নোংরা রাজনীতি করছে ৷ বরং বিজেপির লোকেরাই ডেপুটেশন দিতে আসার অছিলায় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের উপর হামলা করেন ৷ তা নিয়েই অশান্তি ছড়ায় ৷"

সংঘর্ষ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চললেও, অশান্তি যে হয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই ৷ ইটিভি ভারতের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি ৷ তবে, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল ৷ তাই বড় কোনও অঘটন ঘটেনি ৷ কিন্তু, তার মধ্যেই বিজেপি ও তৃণমূল কর্মীদের পরস্পরকে লক্ষ করে ইট, পাটকেল ছুড়তে দেখা যায় ৷ যদিও ক্যামেরার সামনে কোনও পক্ষই অন্য পক্ষের উপর হামলার অভিযোগ স্বীকার করেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.