বাঁকুড়া, 6 জানুয়ারি : জঙ্গলমহলে যে বাঘের উপস্থিতি স্পষ্ঠ সেই কথা এইবার স্বীকার বন দপ্তরের ৷ গতকাল বাঁকুড়ার ফুলকুসমা রেঞ্জের বারিকুল এলাকার জঙ্গলের কাছে একটি মাঠে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ ছাপটি দেখে প্রাথমিকভাবে বাঘের পায়ের ছাপ বলে মনে করে তারা ৷ খবর দেওয়া হয় বন বিভাগকে ৷ এরপর আজ মুখ্য বনপাল কর্তা বিভিন্ন পরীক্ষার পর নিশ্চিত করেন, যে পায়ের ছাপ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়েছে, সেটি আসলে বাঘেরই পায়ের ছাপ ।
আজ মুখ্য বনপাল ( সেন্ট্রাল) রাজীব শর্মা বারিকুল আসেন এবং সেখানে সন্ধিগ্ধ পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেন । তিনি বলেন, দেখা পাওয়া পায়ের ছাপগুলি বাঘের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে । তবে এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্যও আবেদন রাখেন । অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের বিনপুরে যে পায়ের ছাপ মিলেছে তারও তথ্য সংগ্রহ করতেও বলা হয়েছে বলেও জানান তিনি ৷
আরও পড়ুন :জঙ্গলমহলে ফের বাঘ-আতঙ্ক, মিলল পায়ের ছাপ
তবে বাঘের বর্তমান অবস্থান কী রয়েছে বা এলাকায় কতগুলি বাঘ রয়েছে তা এখনই বলা সম্ভব নয়, বলে জানান রাজীব শর্মা । তিনি আরও জানান, বাঘ এলাকা ছেড়ে বেরিয়ে গেছে কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব নয় ৷ বাঘ কোথায় আছে তা দেখার জন্য সুন্দরবন থেকে কয়েকটি ট্র্যাপ ক্যামেরা আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি ৷