ETV Bharat / state

জঙ্গলমহলে বাঘের উপস্থিতি নিশ্চিত করলেন মুখ্য বনপাল - বাঘের উপস্থিতি

জঙ্গলমহলে বাঘের উপস্থিতি নিশ্চিত করল বন দপ্তর ৷ বাঘ কোথায় আছে তা নির্দিষ্ট করে জানার জন্য একাধিক ক্যামেরা বসানো হচ্ছে বলে জানান মুখ্য বনপাল ( সেন্ট্রাল) রাজীব শর্মা ৷

photo
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 8:37 PM IST

বাঁকুড়া, 6 জানুয়ারি : জঙ্গলমহলে যে বাঘের উপস্থিতি স্পষ্ঠ সেই কথা এইবার স্বীকার বন দপ্তরের ৷ গতকাল বাঁকুড়ার ফুলকুসমা রেঞ্জের বারিকুল এলাকার জঙ্গলের কাছে একটি মাঠে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ ছাপটি দেখে প্রাথমিকভাবে বাঘের পায়ের ছাপ বলে মনে করে তারা ৷ খবর দেওয়া হয় বন বিভাগকে ৷ এরপর আজ মুখ্য বনপাল কর্তা বিভিন্ন পরীক্ষার পর নিশ্চিত করেন, যে পায়ের ছাপ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়েছে, সেটি আসলে বাঘেরই পায়ের ছাপ ।

আজ মুখ্য বনপাল ( সেন্ট্রাল) রাজীব শর্মা বারিকুল আসেন এবং সেখানে সন্ধিগ্ধ পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেন । তিনি বলেন, দেখা পাওয়া পায়ের ছাপগুলি বাঘের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে । তবে এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্যও আবেদন রাখেন । অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের বিনপুরে যে পায়ের ছাপ মিলেছে তারও তথ্য সংগ্রহ করতেও বলা হয়েছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন :জঙ্গলমহলে ফের বাঘ-আতঙ্ক, মিলল পায়ের ছাপ

তবে বাঘের বর্তমান অবস্থান কী রয়েছে বা এলাকায় কতগুলি বাঘ রয়েছে তা এখনই বলা সম্ভব নয়, বলে জানান রাজীব শর্মা । তিনি আরও জানান, বাঘ এলাকা ছেড়ে বেরিয়ে গেছে কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব নয় ৷ বাঘ কোথায় আছে তা দেখার জন্য সুন্দরবন থেকে কয়েকটি ট্র্যাপ ক্যামেরা আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি ৷

বাঁকুড়া, 6 জানুয়ারি : জঙ্গলমহলে যে বাঘের উপস্থিতি স্পষ্ঠ সেই কথা এইবার স্বীকার বন দপ্তরের ৷ গতকাল বাঁকুড়ার ফুলকুসমা রেঞ্জের বারিকুল এলাকার জঙ্গলের কাছে একটি মাঠে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ ছাপটি দেখে প্রাথমিকভাবে বাঘের পায়ের ছাপ বলে মনে করে তারা ৷ খবর দেওয়া হয় বন বিভাগকে ৷ এরপর আজ মুখ্য বনপাল কর্তা বিভিন্ন পরীক্ষার পর নিশ্চিত করেন, যে পায়ের ছাপ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়েছে, সেটি আসলে বাঘেরই পায়ের ছাপ ।

আজ মুখ্য বনপাল ( সেন্ট্রাল) রাজীব শর্মা বারিকুল আসেন এবং সেখানে সন্ধিগ্ধ পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেন । তিনি বলেন, দেখা পাওয়া পায়ের ছাপগুলি বাঘের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে । তবে এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্যও আবেদন রাখেন । অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের বিনপুরে যে পায়ের ছাপ মিলেছে তারও তথ্য সংগ্রহ করতেও বলা হয়েছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন :জঙ্গলমহলে ফের বাঘ-আতঙ্ক, মিলল পায়ের ছাপ

তবে বাঘের বর্তমান অবস্থান কী রয়েছে বা এলাকায় কতগুলি বাঘ রয়েছে তা এখনই বলা সম্ভব নয়, বলে জানান রাজীব শর্মা । তিনি আরও জানান, বাঘ এলাকা ছেড়ে বেরিয়ে গেছে কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব নয় ৷ বাঘ কোথায় আছে তা দেখার জন্য সুন্দরবন থেকে কয়েকটি ট্র্যাপ ক্যামেরা আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি ৷

Intro:জঙ্গলমহলে ফের বাঘের উপস্থিতির কথা স্বীকার বনদপ্তর এর।Body:বাঁকুড়ার বারিকুলে যে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন, তা যে আসলে বাঘের পায়ের ছাপ বললেন মুখ্য বনপাল।
এদিন মুখ্য বনপাল( সেন্ট্রাল) রাজীব শর্মা বারিকুল আসেন এবং সেখানে সন্ধিগ্ধ পায়ের ছাপ গুলি পরীক্ষা করে দেখেন। তিনি বলেন যে ছাপ গুলি দেখা গিয়েছে তা বাঘের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে। তবে এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হন সেজন্য আবেদন রাখেন তিনি। পশ্চিম মেদিনীপুরের বিনপুর এ যে পায়ের ছাপ মিলেছে তার তথ্য সংগ্রহ করতেও বলা হয়েছে বলে জানান তিনি। তবে বাঘের বর্তমান অবস্থান কি রয়েছে বা এলাকায় কয়টি বাঘ রয়েছে তা এখনই বলা সম্ভব নয়। এমনকি বাঘ এলাকা ছেড়ে বেরিয়ে গেছে কিনা সেকথাও এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে তিনি জানান। তবে সুন্দরবন থেকে বেশকিছু গেজেট এবং ট্র্যাপ ক্যামেরা আনা হচ্ছে যেগুলি আজই সন্ধ্যে নাগাদ জঙ্গলের বিভিন্ন এলাকায় বসানো হবে বলেও জানান মুখ্যবনপাল।Conclusion:বাইট:রাজীব শর্মা, মূখ্য বনপাল(সেন্ট্রাল)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.