ETV Bharat / state

নেট মেলে নিমগাছের ডালে, পুরোদমে ক্লাসও চলে - Bankura

লকডাউনের জেরে গ্রামে ফিরে গিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছেন সুব্রত পতি ৷ বাড়িতে মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছেন না বলে নিমগাছে চড়ে বসেছেন ওই শিক্ষক ৷

Teacher taking online clases atop a tree in Bankura
গাছের উপর ক্লাস
author img

By

Published : Apr 22, 2020, 6:24 PM IST

Updated : Apr 22, 2020, 9:07 PM IST

বাঁকুড়া, 22 এপ্রিল : প্রত্যন্ত গ্রামে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না ৷ কিন্তু অনলাইনে ক্লাস বন্ধ নেই ৷ তাই ক্লাস নিতে গাছে চড়ে বসেছেন শিক্ষক ৷ বাঁকুড়ার সুব্রত পতি লকডাউনের জেরে কলকাতা থেকে বাঁকুড়ার গ্রামে ফিরে গিয়েছেন ৷ সেখানে অনলাইন ক্লাস নিচ্ছেন গাছের ওপর থেকে ৷ রোজ খাবার ও জল নিয়ে বাড়ি থেকে একটু দূরে ফাঁকা মাঠে চলে যান ৷ সেখানে গাছের ওপর সারাদিন ক্লাস নেন ৷ ক্লাস শেষে বাড়ি ফিরে আসেন ৷ সুব্রতবাবুর মতো বাকিদেরও একই অবস্থা ৷ মোবাইলের টাওয়ার পেতে বাড়ি থেকে দূরে যেতে হচ্ছে ৷

ছোটোবেলায় অনেকেই গাছে চড়েছেন ৷ গ্রামাঞ্চলের ছেলে-পুলেরা গাছে চড়ার বিষয়ে বেশ দক্ষ ৷ শিশু বয়সে গাছে চড়ার অদ্ভুত নেশা থাকে তাদের মধ্যে ৷ কিন্তু বড় হয়ে ইচ্ছা থাকলেও সবসময় তা হয় না ৷ পড়াশোনা বা কাজের সূত্রে গ্রাম ছেড়ে শহরে থাকতে হয় অনেককেই ৷ গ্রামের বাড়িতে ফিরলে ছোটোবেলার মতো গাছে চড়ার ইচ্ছা জাগে ৷ কিন্তু বাঁকু়ডার আহন্দা গ্রামের বাসিন্দা সুব্রত পতি শখে নয়, প্রয়োজনে গাছে চড়ে বসেন রোজ ৷ নিয়ম করে সকাল সাড়ে ন’টা থেকে বিকেল ছ’টা পর্যন্ত গাছেই থাকেন তিনি ৷ আসলে, কলকাতায় অনলাইনে কোচিং করান তিনি ৷ লকডাউনের জেরে গ্রামে ফিরেছেন ৷ সেখান থেকেই ক্লাস নেন ৷ কিন্তু বাড়িতে মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে ৷ তাই ক্লাস নিতে সমস্যায় পড়েছিলেন ৷ একদিন ঘুরতে ঘুরতে বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠে এসে পড়েন ৷ সেখানে একটি নিমগাছে উঠে দেখেন, মোবাইলের নেটওয়ার্ক রয়েছে ৷ ব্যাস ৷ সমস্যার সমাধান বের করে ফেললেন ৷

Teacher taking online clases atop a tree in Bankura
অনলাইনে ক্লাস নিচ্ছেন সুব্রত পতি

প্রতিদিন সকাল সাড়ে ন’টার মধ্যে নিমগাছে উঠে যান ৷ ক্লাস শেষে ফিরে যান নিজের বাড়ি ৷ খাবার ও জল নিয়ে চলে আসেন ৷ গাছের উপরেই ক্লাসের ফাঁকে খাবার খেয়ে নেন ৷ বাঁশ দিয়ে মাচা বানিয়ে নিয়েছেন সুব্রতবাবু ৷ রোদ থেকে বাঁচতে মাথার ওপরে ত্রিপল লাগিয়ে নিয়েছেন ৷ সময়মতো গাছে চড়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্লাস নিতে শুরু করেন ৷ এখন নিমগাছই তাঁর ডিজিটাল ক্লাসরুম ৷ এই বিষয়ে শিক্ষক সুব্রত পতি জানান, ‘‘আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং করাই ৷ একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছি ৷ লকডাউনের কারণে গ্রামে ফিরে অনলাইনে ক্লাস শুরু করতে বলে অফিস ৷ কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাস নিতে পারছিলাম না ৷ নেটওয়ার্কের সন্ধান করতে করতে নিমগাছের ওপরে উঠে তা পাই ৷ এখানেই ক্লাস নিই ৷ খাবারও খাই গাছের উপরে ৷’’

গাছে বসে ক্লাস নেন শিক্ষক...

সুব্রতবাবুর মতো তাঁর গ্রামের অন্যদেরও একই অবস্থা ৷ মোবাইলের নেটওয়ার্ক ভালোভাবে পেতে গেলে গ্রাম থেকে অনেক দূরে যেতে হয় ৷ কখনও কখনও হাইরোডে পৌঁছলে নেটওয়ার্ক পাওয়া যায় বলে জানিয়েছেন গ্রামবাসী ৷

Teacher taking online clases atop a tree in Bankura
অনলাইনে ক্লাস নিচ্ছেন সুব্রত পতি

বাঁকুড়া, 22 এপ্রিল : প্রত্যন্ত গ্রামে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না ৷ কিন্তু অনলাইনে ক্লাস বন্ধ নেই ৷ তাই ক্লাস নিতে গাছে চড়ে বসেছেন শিক্ষক ৷ বাঁকুড়ার সুব্রত পতি লকডাউনের জেরে কলকাতা থেকে বাঁকুড়ার গ্রামে ফিরে গিয়েছেন ৷ সেখানে অনলাইন ক্লাস নিচ্ছেন গাছের ওপর থেকে ৷ রোজ খাবার ও জল নিয়ে বাড়ি থেকে একটু দূরে ফাঁকা মাঠে চলে যান ৷ সেখানে গাছের ওপর সারাদিন ক্লাস নেন ৷ ক্লাস শেষে বাড়ি ফিরে আসেন ৷ সুব্রতবাবুর মতো বাকিদেরও একই অবস্থা ৷ মোবাইলের টাওয়ার পেতে বাড়ি থেকে দূরে যেতে হচ্ছে ৷

ছোটোবেলায় অনেকেই গাছে চড়েছেন ৷ গ্রামাঞ্চলের ছেলে-পুলেরা গাছে চড়ার বিষয়ে বেশ দক্ষ ৷ শিশু বয়সে গাছে চড়ার অদ্ভুত নেশা থাকে তাদের মধ্যে ৷ কিন্তু বড় হয়ে ইচ্ছা থাকলেও সবসময় তা হয় না ৷ পড়াশোনা বা কাজের সূত্রে গ্রাম ছেড়ে শহরে থাকতে হয় অনেককেই ৷ গ্রামের বাড়িতে ফিরলে ছোটোবেলার মতো গাছে চড়ার ইচ্ছা জাগে ৷ কিন্তু বাঁকু়ডার আহন্দা গ্রামের বাসিন্দা সুব্রত পতি শখে নয়, প্রয়োজনে গাছে চড়ে বসেন রোজ ৷ নিয়ম করে সকাল সাড়ে ন’টা থেকে বিকেল ছ’টা পর্যন্ত গাছেই থাকেন তিনি ৷ আসলে, কলকাতায় অনলাইনে কোচিং করান তিনি ৷ লকডাউনের জেরে গ্রামে ফিরেছেন ৷ সেখান থেকেই ক্লাস নেন ৷ কিন্তু বাড়িতে মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে ৷ তাই ক্লাস নিতে সমস্যায় পড়েছিলেন ৷ একদিন ঘুরতে ঘুরতে বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠে এসে পড়েন ৷ সেখানে একটি নিমগাছে উঠে দেখেন, মোবাইলের নেটওয়ার্ক রয়েছে ৷ ব্যাস ৷ সমস্যার সমাধান বের করে ফেললেন ৷

Teacher taking online clases atop a tree in Bankura
অনলাইনে ক্লাস নিচ্ছেন সুব্রত পতি

প্রতিদিন সকাল সাড়ে ন’টার মধ্যে নিমগাছে উঠে যান ৷ ক্লাস শেষে ফিরে যান নিজের বাড়ি ৷ খাবার ও জল নিয়ে চলে আসেন ৷ গাছের উপরেই ক্লাসের ফাঁকে খাবার খেয়ে নেন ৷ বাঁশ দিয়ে মাচা বানিয়ে নিয়েছেন সুব্রতবাবু ৷ রোদ থেকে বাঁচতে মাথার ওপরে ত্রিপল লাগিয়ে নিয়েছেন ৷ সময়মতো গাছে চড়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্লাস নিতে শুরু করেন ৷ এখন নিমগাছই তাঁর ডিজিটাল ক্লাসরুম ৷ এই বিষয়ে শিক্ষক সুব্রত পতি জানান, ‘‘আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং করাই ৷ একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছি ৷ লকডাউনের কারণে গ্রামে ফিরে অনলাইনে ক্লাস শুরু করতে বলে অফিস ৷ কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাস নিতে পারছিলাম না ৷ নেটওয়ার্কের সন্ধান করতে করতে নিমগাছের ওপরে উঠে তা পাই ৷ এখানেই ক্লাস নিই ৷ খাবারও খাই গাছের উপরে ৷’’

গাছে বসে ক্লাস নেন শিক্ষক...

সুব্রতবাবুর মতো তাঁর গ্রামের অন্যদেরও একই অবস্থা ৷ মোবাইলের নেটওয়ার্ক ভালোভাবে পেতে গেলে গ্রাম থেকে অনেক দূরে যেতে হয় ৷ কখনও কখনও হাইরোডে পৌঁছলে নেটওয়ার্ক পাওয়া যায় বলে জানিয়েছেন গ্রামবাসী ৷

Teacher taking online clases atop a tree in Bankura
অনলাইনে ক্লাস নিচ্ছেন সুব্রত পতি
Last Updated : Apr 22, 2020, 9:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.