বাঁকুড়া, 17 এপ্রিল: সোমবার বাঁকুড়ার দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অভিকারী ৷ এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনার মতো দাম্ভিক ও অহংকারীকে ধ্বংস করতে একবার কেন, প্রয়োজনে আমি এক হাজারবার গুণ্ডামি করতে রাজি আছি ৷ আপনাকে গণতান্ত্রিকভাবে উপড়ে ফেলতে প্রয়োজনে গুণ্ডামি করব ৷"
এদিন দুর্নীতি ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শুভেন্দু ৷ জানান, দুর্নীতি মুখ্যমন্ত্রীর অন্যতম অ্যাজেন্ডা ৷ এই সংক্রান্ত খবর দেখানোয় সংবাদমাধ্যমকে ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ সোমবারই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ৷ সম্প্রতি সিউড়িতে এসে অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা ভোটে বিজেপি 35টি আসন পেলে 2025 পর্যন্ত আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে না ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জন্য এদিন তাঁর পদত্যাগ চান মমতা ৷ সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "অমিত শাহ বিজেপি নেতা হিসেবে ওই মন্তব্য করেছিলেন দলের মিটিং থেকে ৷ মুখ্যমন্ত্রী তো ছোট ছোট ছেলে মেয়েদের সাইকেল দেওয়ার নাম করে প্রশাসনিক সভায় ডেকে নিয়ে যান আর সেখান থেকে প্রধানমন্ত্রীর নামে কু-মন্তব্য করেন ৷"
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ঘরের লক্ষ্মীকে চোর বানানো হয়েছে ৷ নিজের মা-বাবার নামও জড়িয়ে দিয়েছেন তিনি দুর্নীতির সঙ্গে ৷ ক'দিন আগে বাঁকুড়ার সভা থেকে বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিশানা করে অভিষেক বলেছিলেন,"বাড়ির লক্ষ্মীকে সামলে রাখতে পারে না ৷" এদিন এর পালটা জবাবে শুভেন্দু বলেন,"সৌমিত্র খাঁ তো আর ঘরের লক্ষ্মীকে চোর বানাননি, তাঁকে দিয়ে তোলা তোলাননি ৷"
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দুর নিশানায় শুভ্রাংশু, তদন্তে সহযোগিতায় প্রস্তুত মুকুলের পুত্র
শুভেন্দু অধিকারী এদিন আরও জানান, 2018 পঞ্চায়েত ভোটে যেভাবে বিরোধীরা মনোনয়ন দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তার আর পুনরাবৃত্তি এবার হবে না ৷ কারণ এবার মনোনয়ন কেন্দ্রে সাংসদ বিধায়করা নিজেরা হাজির থাকবেন ৷