ETV Bharat / state

5 বছরে কত প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হচ্ছে না : সূর্যকান্ত - Tmcp

পাত্রসায়রে গুলিবিদ্ধ দলীয় কর্মীর সঙ্গে দেখা করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । গতকাল বিকেলে কাঁটাবন গ্রামে যান তিনি । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র । এরপর ওই এলাকায় একটি মিছিল ও পথসভায় অংশ নেন ।

সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Jul 7, 2019, 1:58 PM IST

Updated : Jul 7, 2019, 2:14 PM IST

বাঁকুড়া, 7 জুলাই : পাত্রসায়রে গুলিবিদ্ধ দলীয় কর্মীর সঙ্গে দেখা করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । গতকাল বিকেলে কাঁটাবন গ্রামে যান তিনি । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র । এরপর ওই এলাকায় একটি মিছিল ও পথসভায় অংশ নেন ।

পথসভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করেন সূর্যবাবু । বলেন, "আমাদের রাজ্য, দেশ খুব ভালো চলছে না । কেন্দ্রে পুনরায় মোদি সরকার এসেছে ঠিকই কিন্তু দেশের 56 শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে । পেট্রল, ডিজ়েলের দামের সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । এবার বাজেটের পর সেই দাম আরও বৃদ্ধি পাবে । সরকারের টাকার প্রয়োজন হলে গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম সকলের থেকে কর নেয় । কিন্তু, উত্তর থেকে দক্ষিণে কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না । অথচ 5 বছরে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ।" রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কিষাণমান্ডি বানিয়েছেন । সেখানে ধান বিক্রি করা যায় না । কেনা যায় । যদি 1200 টাকায় ধান বিক্রি করতে হয় তাহলে সেই ধান কিনে কোনও লাভ নেই । বেছে বেছে মানুষের সর্বনাশ হচ্ছে ।"

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, 22 জুন (শনিবার) শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর স্থানীয় কাঁকরডাঙা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ক্লাস এইটের ছাত্র সহ মোট তিনজন । তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । গতকাল জখমদের সঙ্গে দেখা করতে যান সূর্যকান্ত মিশ্র । পরে তিনি বলেন, "ওদের সঙ্গে দেখা হল । একটু ভালো আছে ।"

বাঁকুড়া, 7 জুলাই : পাত্রসায়রে গুলিবিদ্ধ দলীয় কর্মীর সঙ্গে দেখা করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । গতকাল বিকেলে কাঁটাবন গ্রামে যান তিনি । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র । এরপর ওই এলাকায় একটি মিছিল ও পথসভায় অংশ নেন ।

পথসভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করেন সূর্যবাবু । বলেন, "আমাদের রাজ্য, দেশ খুব ভালো চলছে না । কেন্দ্রে পুনরায় মোদি সরকার এসেছে ঠিকই কিন্তু দেশের 56 শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে । পেট্রল, ডিজ়েলের দামের সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । এবার বাজেটের পর সেই দাম আরও বৃদ্ধি পাবে । সরকারের টাকার প্রয়োজন হলে গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম সকলের থেকে কর নেয় । কিন্তু, উত্তর থেকে দক্ষিণে কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না । অথচ 5 বছরে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ।" রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কিষাণমান্ডি বানিয়েছেন । সেখানে ধান বিক্রি করা যায় না । কেনা যায় । যদি 1200 টাকায় ধান বিক্রি করতে হয় তাহলে সেই ধান কিনে কোনও লাভ নেই । বেছে বেছে মানুষের সর্বনাশ হচ্ছে ।"

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, 22 জুন (শনিবার) শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর স্থানীয় কাঁকরডাঙা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ক্লাস এইটের ছাত্র সহ মোট তিনজন । তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । গতকাল জখমদের সঙ্গে দেখা করতে যান সূর্যকান্ত মিশ্র । পরে তিনি বলেন, "ওদের সঙ্গে দেখা হল । একটু ভালো আছে ।"

Intro:ঐতিবাহী বালুচরী শাড়ি শিল্পের পুনরুজ্জীবনে বাঁকুড়ার বিষ্ণুপুরে দু'দিনের 'বালুচরী হাট' শুরু হলো। Body: শনিবার জেলা প্রশাসন ও 'তন্তুজে'র উদ্যোগে শহরের পুলিশ চৌকি সংলগ্ন গ্রামীণ হাটে সূচণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল, তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় সহ মহকুমাপ্রশাসনের আধিকারিকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, যেকেউ চাইলে এখান থেকে সরাসরি শিল্পীদের কাছ থেকে নির্ধারিত মূল্যে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহি বালুচরি শাড়ি কিনতে পারবেন। পাশাপাশি বিষ্ণুপুর ও সোনামুখী শিল্ক এখান থেকেই কেনার সুযোগ রয়েছে। এছাড়াও এই বালুচরী হাট থেকেই রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা তন্তুজ শিল্পীদের কাছ থেকেই তাদের উৎপাদিত বালুচরী কিনে নেবে। পরে তারা তা তাদের নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র গুলির মাধ্যমে বিক্রির ব্যবস্থা করবে। তাছাড়া সাধারণ ক্রেতা এখানে এসে নিজের হাতে শাড়ি দেখার সুযোগ পাচ্ছেন। আগামী রবিবার পর্যন্ত সকাল ১১ টা রাত ৮ টা পর্যন্ত বালুচরী হাট খোলা থাকবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

'বালুচরী হাটে'র উদ্বোধনী অনুষ্ঠানে এসে তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় বলেন, এই হাটের মাধ্যমে তন্তুজ ও শিল্পী পরস্পরের মধ্যে যোগসূত্র তৈরী হচ্ছে। আমাদের সংস্থা সরাসরি শিল্পীদের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে তাদের উৎপাদিত শাড়ি কিনে নিচ্ছে। এছাড়াও নতুন ডিজাইন, রং সহ অন্যান্য বিষয়ে শিল্পীদের উৎসাহিত করা হচ্ছে। রাজ্যে উৎপাদিত জামদানী, টাঙ্গাইল সহ অন্যান্য শাড়ির সঙ্গে বালুচরী শাড়ির ক্ষেত্রেও 'ডিজাইন প্রতিযোগীতা'র ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে 'তাঁতের হাটে' পুরস্কৃত করা হয় বলে তিনি জানান। একই সঙ্গে তিনি আরো জানান, গত বছর এখান থেকে তন্তুজ চারশো বালুচরী শাড়ি সংগ্রহ করেছিল, এবছর সেই সংখ্যাটা সাতশোতে পৌঁছাবে।Conclusion:মহকুমাশাসক মানস মণ্ডল বলেন, এদিন বালুচরী হাটে সত্তর জনের বেশী শিল্পী অংশ নিয়েছেন। আশা করা যায়, এই হাটে অংশ নেওয়া শিল্পীদের কাছে সমস্ত শাড়িও তন্তুজ সংগ্রহ করবে। বালুচরী হাটের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, সাধারণভাবে ফি বছর এই বর্ষার সময়ে বিক্ষিপ্তভাবে আসা পর্যটকরা সামান্য পরিমানে কেনাকেটা করেন। তার বাইরে সেভাবে বিক্রিবাটা হয়না। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মহাজনরা শিল্পীদের কাছ থেকে কম দামে শাড়ি সংগ্রহ করে আগামী পুজোর মরশুমে চড়া দামে বিক্রি করেন। সেকারণেই গরীব শিল্পীদের মহাজনী খপ্পর থেকে বাঁচাতে তন্তুজ, তন্তুজার মতো সরকারী সংস্থাকে এনে একেবারে নির্দিষ্ট মূল্যে বালুচরী শাড়ি কেনানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আর্থিক দিক থেকে বালুচরী শিল্পীরা লাভবান হবেন বলেই তিনি মনে করেন।

বাইট:
1) রবীন্দ্রনাথ রায় (এম.ডি, তন্তুজ)
2) মানস মণ্ডল (মহকুমাশাসক, বিষ্ণুপুর)
Last Updated : Jul 7, 2019, 2:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.