বাঁকুড়া, ১৮ মার্চ : সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজ সকাল থেকে তিনি ভোটের প্রচার শুরু করেন।
আজ সকালে তিনি প্রথমে বাঁকুড়া শহরের মহামায়া মন্দিরে পুজো দেন। সেখান থেকে তিনি ভৈরব স্থানে গিয়ে পুজো দেন। এরপর তিনি কলেজমোড়ের একটি চার্চে প্রার্থনা করেন। এমন কী মাচানতলার একটি মসজিদেও প্রার্থনা করেন। সেখান থেকে বাঁকুড়া শহরের শেষ প্রান্তে দারকেশ্বর নদীর তীরের একটি শিবমন্দিরে যান। এরপর তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করেন।
আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় ভোটের প্রচারে আসছেন। বাঁকুড়া স্টেডিয়ামে তাঁর নির্বাচনী সভা রয়েছে। সেই সভায় সুব্রতবাবু উপস্থিত থাকবেন।