বাঁকুড়া, 13 নভেম্বর: সোমবারই রদবদল করা হয়েছে জেলায় জেলায় তৃণমূলের সংগঠনে ৷ বাদ পড়েনি বাঁকুড়া জেলাও ৷ বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে ৷ বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এই দুই জেলার জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে এদিন। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি হলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি হলেন বিক্রমজিৎ চট্টোপাধ্যায় ৷
এর পাশাপাশি রদবদল করা হয়েছে তৃণমূলের এই সাংগঠনিক জেলাগুলির চেয়ারম্যান পদেও ৷ বাঁকুড়া সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার এবং বিষ্ণুপুর সাংগঠনের জেলার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলক মুখোপাধ্যায় ।
আগামী 2024 লোকসভা নির্বাচনের আগে এই রদবদলকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল ৷ তবে সংগঠনকে আরও মজবুত করতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিল, নাকি নেতাদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে জেলায় জেলায় এই রদবদল; তা নিয়ে জল্পনা চলছে তৃণমূলের অন্দরেও ৷ তবে এই রদবদলকে নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷
বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, "তৃণমূল কংগ্রেস দলটা অস্থির হয়ে গিয়েছে ৷ ওদের নেতা-মন্ত্রীরা এত দুর্নীতি করেছে যে, কে কার কাছের লোক সেটা বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে ৷ দলের সাংগঠনিক পদে এই ঘন ঘন রদবদলে বিজেপির অনেকটা সুবিধা হবে ৷" তবে নতুন দায়িত্বভার পেয়ে খুশি নেতারা ৷ নতুন দায়িত্বপ্রাপ্ত বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার যথাযথ চেষ্টা করব ৷
আরও পড়ুন: