বাঁকুড়া, 10 জুন : বাঁকুড়ায় সোমবার রাতে বজ্রাঘাতে মৃত্যু হয় দুজনের ৷ গতকাল ওই দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য সরকারের দুই সদস্যের প্রতিনিধি দল ৷ পাশাপাশি, তাঁদের হাতে দুই লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ৷
বজ্রাঘাতে মৃত্যু হওয়া দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার ৷ পাশাপাশি, উপস্থিত ছিলেন রানিবাঁধের বিধায়ক ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ,তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী,রাইপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ,জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা ও রানিবাঁধ সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য ।
উল্লেখ্য ,গত কয়েকদিন ধরেই রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে ৷ তার জেরেই মৃত্যু হয় রানিবাঁধ থানার অন্তর্গত তালগোড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ হাঁসদা এবং জয়নগর গ্রামের বাসিন্দা বাসুদেব মাহাতর ।
রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি জানিয়েছেন ,সেই অর্থে এই দুর্ঘটনার কোনও ক্ষতিপূরণ হয় না ৷ তাও যতটা সম্ভব পরিবারের পাশে দাঁড়ানো চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী যে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন সেইমতো নিহতদের পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে ৷ পাশাপাশি তিনি এও জানান , যেকোনও ক্ষেত্রেই প্রশাসন নিহতদের পরিবারের পাশে আছে ৷
আরও পড়ুন : Bengal TMC : নিজেকে প্রমাণ করেই সর্বভারতীয় পদে অভিষেক, বলছেন নেতারা