বিষ্ণুপুর, 12 অগস্ট: কখনও 'চড়াম চড়াম', কখনও 'নকুল দানা', কখনও আবার 'গুড় বাতাসা' । তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বলা এই প্রতিটি শব্দবন্ধের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই । এগুলি যেন অনুব্রতর ট্রেডমার্ক হয়ে গিয়েছে । বিভিন্ন নির্বাচনের সময় তাঁর এ ধরনের কথা অন্য মাত্রাও যোগ করত । এবার তৃণমূলের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা গরুপাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন (CBI arrested Anubrata from his bolpur home yesterday) । তাঁর গ্রেফতারিতে নতুন হাতিয়ার পেয়েছে বিরোধী শিবির । কড়া রাজনৈতিক আক্রমণের পাশাপাশি চলছে নানা বিক্ষোভ কর্মসূচি ।
সেভাবেই শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ায় ঢাক ঢোল পিটিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি জালে জড়িয়ে সাজিয়ে পথে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । মিছিলে 'ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর' স্লোগানে গলা মেলাতে শোনা গেল বিজেপি নেতা-কর্মীদের । পাশাপাশি চোখে পড়ল, সৌমিত্র খাঁকে ঢাক বাজিয়ে চড়াম চড়াম আওয়াজ করছেন ।
এ প্রসঙ্গে তিনি জানান, অনুব্রতবাবু অনেক মায়ের চোখের জল ফেলেছেন । এবার সব বন্ধ । শুধু নেতা-মন্ত্রীরা নন, অনেক আমলাও এই দুর্নীতির সঙ্গে জড়িত । তাঁদেরও বিচার হোক । পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয় কালীঘাটের বাড়ি থেকে । তাই আসল মাথাকে টেনে আনা হোক, দাবি সৌমিত্রর । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর 'নীরবতা' নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদ বলেন, "মমতা এত নীচে নেমে গিয়েছেন যে, এখন তাঁর নীতি হয়ে দাঁড়িয়েছে কাজের বেলায় কাজী আর কাজ ফুরলোই পাজি ।"
আরও পড়ুন: শুভেন্দুদের মারধরের অভিযোগ, লোকসভায় 355-র দাবিতে সরব সৌমিত্র