ETV Bharat / state

Snake Found in Khichdi : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ ! অসুস্থ শিশু, প্রসূতি - অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে মিলেছে পুঁয়ে সাপ

আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে মিলল পুঁয়ে সাপ (Snake Found in Khichdi at Bankura ICDS Centre) ৷ ওই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও প্রসূতি মহিলারা।

bankura news
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ
author img

By

Published : Jun 19, 2022, 1:36 PM IST

Updated : Jun 19, 2022, 2:06 PM IST

বিষ্ণুপুর, 19 জুন : বাঁকুড়ার বিষ্ণুপুরের 8 নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে মিলল পুঁয়ে সাপ। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু-সহ প্রসূতি মহিলারা (Snake Found in Khichdi at Bankura ICDS Centre) ৷ ঘটনায় একাধিক শিশু ও প্রসূতি মহিলাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো এদিনও আইসিডিএস সেন্টার থেকে খাবার দেওয়া হয়েছিল । সেই খিচুড়ি খেতে গিয়েই দেখা যায় তাতে পুঁয়ে সাপ (সাধারণত গ্রামাঞ্চলে পাওয়া এক ধরণের ছোট প্রজাতির সাপ) পড়ে রয়েছে । তা দেখে দিব্যি বোঝা যাচ্ছে, রান্নার পর সেটি খাবারে মেশেনি । বরং রান্নার আগে কিংবা রান্না চলাকালীন সেটি খাবারে পড়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

8 নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে মিলেছে পুঁয়ে সাপ

আরও পড়ুন : চোখের চিকিৎসায় চেন্নাই যাবে বেলা, খরচ-দেখভাল নিয়ে গড়িমসি

সূত্রের খবর, শনিবার সকালে ওই আইসিডিএস সেন্টার থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুরা ও প্রসূতি মহিলারা খিচুড়ি খান। খাওয়ার সময় এক মহিলার চোখে পড়ে, খিচুড়ির মধ্যে রয়েছে পুঁয়ে সাপ । মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায় । খবর ছড়িয়ে পড়তেই খিচুড়ি খাওয়া শিশু ও প্রসূতিদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । বেশ কয়েকজন বমি করতেও শুরু করে । এক প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বিষ্ণুপুর, 19 জুন : বাঁকুড়ার বিষ্ণুপুরের 8 নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে মিলল পুঁয়ে সাপ। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু-সহ প্রসূতি মহিলারা (Snake Found in Khichdi at Bankura ICDS Centre) ৷ ঘটনায় একাধিক শিশু ও প্রসূতি মহিলাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো এদিনও আইসিডিএস সেন্টার থেকে খাবার দেওয়া হয়েছিল । সেই খিচুড়ি খেতে গিয়েই দেখা যায় তাতে পুঁয়ে সাপ (সাধারণত গ্রামাঞ্চলে পাওয়া এক ধরণের ছোট প্রজাতির সাপ) পড়ে রয়েছে । তা দেখে দিব্যি বোঝা যাচ্ছে, রান্নার পর সেটি খাবারে মেশেনি । বরং রান্নার আগে কিংবা রান্না চলাকালীন সেটি খাবারে পড়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

8 নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে মিলেছে পুঁয়ে সাপ

আরও পড়ুন : চোখের চিকিৎসায় চেন্নাই যাবে বেলা, খরচ-দেখভাল নিয়ে গড়িমসি

সূত্রের খবর, শনিবার সকালে ওই আইসিডিএস সেন্টার থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুরা ও প্রসূতি মহিলারা খিচুড়ি খান। খাওয়ার সময় এক মহিলার চোখে পড়ে, খিচুড়ির মধ্যে রয়েছে পুঁয়ে সাপ । মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায় । খবর ছড়িয়ে পড়তেই খিচুড়ি খাওয়া শিশু ও প্রসূতিদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । বেশ কয়েকজন বমি করতেও শুরু করে । এক প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Jun 19, 2022, 2:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.