ETV Bharat / state

সোশাল মিডিয়ায় পুজো প্রচার করুন, কমিটিগুলিকে আবেদন বাঁকুড়া পৌরসভার - social media bankura puja committee

বাড়িতে বসে বাঁকুড়াবাসী পুজো উপভোগ করতে পারে তার জন্য পুজো কমিটিগুলির কাছে সোশাল মিডিয়ায় পুজো প্রচারের আবেদন উপ পৌর প্রধানের ৷ এছাড়া কেবল চ্যানেলের মাধ্যমে পুজো প্রচার করা যায় তার ব্যবস্থা করুক পুজো কমিটি ৷

সোশ্যাল মিডিয়ায় পুজো প্রচার করুন
সোশ্যাল মিডিয়ায় পুজো প্রচার করুন
author img

By

Published : Oct 21, 2020, 7:27 AM IST

বাঁকুড়া, 21 অক্টোবর : জেলায় জেলায় কোরোনা সংক্রমণের হার দিন দিন বেড়ে চলেছে ৷ তার মধ্যেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ আর এই পুজোয় যাতে সংক্রমণের হারকে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সমাধান বাতলে দিল বাঁকুড়া পৌরসভা ৷ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে যাতে পুজো দেখতে পান তার আবেদন জানাল পৌরসভা ৷ গতকাল পুজো কমিটিগুলিকে সোশাল মিডিয়ায় সম্প্রচারের আবেদন করলেন বাঁকুড়া পৌরসভার প্রাক্তন উপ প্রধান দিলীপ আগরওয়াল ৷

গতকাল বাঁকুড়া শহরের নতুন গঞ্জ ধর্মশালাতে শহরের বস্তি এলাকার মহিলাদের কাপড় বিতরণী অনুষ্ঠান হয় ৷ সেখানে দিলীপ আগরওয়াল যোগ দেন, মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ৷ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ তাতে তিনি বলেন, "দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় উৎসব ৷ যা আমরা প্রতি বছর অনেক আনন্দের সঙ্গে পালন করি ৷ কিন্তু এবছর কোরোনায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ৷ প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হচ্ছে ৷ এই উৎসবেও আমাদের মেনে চলতে হবে ৷"

তিনি এদিন পুজো কমিটিগুলিকে আবেদন করেন, পুজোর পরেই সংক্রমণের হার বৃদ্ধি পাবে আশঙ্কা রয়েছে ৷ যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তার জন্য পুজো কমিটিগুলি চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিলে ভালো হয় ৷ কিংবা সোশাল মিডিয়ায় পরিক্রমা প্রদর্শন করালে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকতে পারে ৷ মানুষ বাড়ি বসেই পুজো উপভোগ করতে পারবেন ৷ এর পাশাপাশি তিনি বলেন, "মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করতে হলে দলবদ্ধ হয়ে যাবেন না ৷ দিনের বিভিন্ন সময়ে ছোটো ছোটো দলে ভাগ করে প্রতিমা দর্শন করুন ৷" তিনি জানিয়েছেন, পুজো কমিটিগুলোর কাছে আবেদন করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে আদালত ও সরকারের নির্দেশিকা কঠোরভাবে পালন করুক ৷

বাঁকুড়া, 21 অক্টোবর : জেলায় জেলায় কোরোনা সংক্রমণের হার দিন দিন বেড়ে চলেছে ৷ তার মধ্যেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ আর এই পুজোয় যাতে সংক্রমণের হারকে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সমাধান বাতলে দিল বাঁকুড়া পৌরসভা ৷ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে যাতে পুজো দেখতে পান তার আবেদন জানাল পৌরসভা ৷ গতকাল পুজো কমিটিগুলিকে সোশাল মিডিয়ায় সম্প্রচারের আবেদন করলেন বাঁকুড়া পৌরসভার প্রাক্তন উপ প্রধান দিলীপ আগরওয়াল ৷

গতকাল বাঁকুড়া শহরের নতুন গঞ্জ ধর্মশালাতে শহরের বস্তি এলাকার মহিলাদের কাপড় বিতরণী অনুষ্ঠান হয় ৷ সেখানে দিলীপ আগরওয়াল যোগ দেন, মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ৷ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ তাতে তিনি বলেন, "দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় উৎসব ৷ যা আমরা প্রতি বছর অনেক আনন্দের সঙ্গে পালন করি ৷ কিন্তু এবছর কোরোনায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ৷ প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হচ্ছে ৷ এই উৎসবেও আমাদের মেনে চলতে হবে ৷"

তিনি এদিন পুজো কমিটিগুলিকে আবেদন করেন, পুজোর পরেই সংক্রমণের হার বৃদ্ধি পাবে আশঙ্কা রয়েছে ৷ যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তার জন্য পুজো কমিটিগুলি চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিলে ভালো হয় ৷ কিংবা সোশাল মিডিয়ায় পরিক্রমা প্রদর্শন করালে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকতে পারে ৷ মানুষ বাড়ি বসেই পুজো উপভোগ করতে পারবেন ৷ এর পাশাপাশি তিনি বলেন, "মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করতে হলে দলবদ্ধ হয়ে যাবেন না ৷ দিনের বিভিন্ন সময়ে ছোটো ছোটো দলে ভাগ করে প্রতিমা দর্শন করুন ৷" তিনি জানিয়েছেন, পুজো কমিটিগুলোর কাছে আবেদন করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে আদালত ও সরকারের নির্দেশিকা কঠোরভাবে পালন করুক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.