ETV Bharat / state

এক ফোনেই মিলবে অ্যাম্বুলেন্স, জানালেন তালডাংরার বিধায়ক

করোনা আক্রান্ত, দুঃস্থ ও অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী । করোনা আক্রান্ত ও দুঃস্থ মানুষদের জন্য ইতিমধ্যেই অরূপবাবু তালডাংরার শিবডাঙা মোড়ে চালু করেছেন কমিউনিটি কিচেন । এর পাশাপাশি সিমলাপাল ব্লকে করোনা আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার যুক্ত দুটি অ্যাম্বুলেন্সও দিয়েছেন অরূপবাবু ।

এক ফোনেই মিলবে পরিষেবা, জানালেন তালডাংরার বিধায়ক
এক ফোনেই মিলবে পরিষেবা, জানালেন তালডাংরার বিধায়ক
author img

By

Published : May 24, 2021, 8:40 PM IST

তালডাংরা, 24 মে : করোনা সংক্রমণের জেরে রাজ্যে কার্যত লকডাউনের পরিস্থিতি ৷ এই অবস্থায় করোনা আক্রান্ত, দুঃস্থ ও অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ।

করোনা আক্রান্ত ও দুঃস্থ মানুষদের জন্য ইতিমধ্যেই অরূপবাবু তালডাংরার শিবডাঙা মোড়ে চালু করেছেন কমিউনিটি কিচেন । গত শুক্রবার সিমলাপালে ফ্রি কিচেনও চালু করেছেন বিধায়ক ।

এক ফোনেই মিলবে পরিষেবা, জানালেন তালডাংরার বিধায়ক

এর পাশাপাশি সিমলাপাল ব্লকে করোনা আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিতে অক্সিজেন সিলিন্ডার যুক্ত দুটি অ্যাম্বুলেন্সও দিয়েছেন অরূপবাবু । সোমবার আরও দুটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত অ্যাম্বুলেন্স প্রদান করলেন তালডাংরা, হাড়মাসরা এবং বিবরদাবাসীর জন্য ।

আরও পড়ুন : কথা রাখলেন মমতা, তৃণমূলের ইস্তাহারের 3 প্রতিশ্রুতিতে ছাড়পত্র মন্ত্রিসভার

এই পরিষেবার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে বিধায়ক জানান, আক্রান্ত ব্যক্তি বা তাঁর পরিবার একটি ফোন করলেই তড়িঘড়ি পাওয়া যাবে এই পরিষেবা । এছাড়া এই পরিস্থিতিতে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলস্তরের মানুষকে তিনি অনুরোধ জানিয়েছেন ।

তালডাংরা, 24 মে : করোনা সংক্রমণের জেরে রাজ্যে কার্যত লকডাউনের পরিস্থিতি ৷ এই অবস্থায় করোনা আক্রান্ত, দুঃস্থ ও অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ।

করোনা আক্রান্ত ও দুঃস্থ মানুষদের জন্য ইতিমধ্যেই অরূপবাবু তালডাংরার শিবডাঙা মোড়ে চালু করেছেন কমিউনিটি কিচেন । গত শুক্রবার সিমলাপালে ফ্রি কিচেনও চালু করেছেন বিধায়ক ।

এক ফোনেই মিলবে পরিষেবা, জানালেন তালডাংরার বিধায়ক

এর পাশাপাশি সিমলাপাল ব্লকে করোনা আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিতে অক্সিজেন সিলিন্ডার যুক্ত দুটি অ্যাম্বুলেন্সও দিয়েছেন অরূপবাবু । সোমবার আরও দুটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত অ্যাম্বুলেন্স প্রদান করলেন তালডাংরা, হাড়মাসরা এবং বিবরদাবাসীর জন্য ।

আরও পড়ুন : কথা রাখলেন মমতা, তৃণমূলের ইস্তাহারের 3 প্রতিশ্রুতিতে ছাড়পত্র মন্ত্রিসভার

এই পরিষেবার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে বিধায়ক জানান, আক্রান্ত ব্যক্তি বা তাঁর পরিবার একটি ফোন করলেই তড়িঘড়ি পাওয়া যাবে এই পরিষেবা । এছাড়া এই পরিস্থিতিতে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলস্তরের মানুষকে তিনি অনুরোধ জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.