ETV Bharat / state

Self Help Group: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ, বিডিও-র ওড়না ধরে টানলেন এক বিক্ষোভকারী - self help group members showing agitation

স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ৷ ঋণের বোঝা থেকে মুক্তির দাবিতে পথ অবরোধ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৷ বিক্ষোভকারীরা ওড়না ধরে টানলেন মহিলা বিডিওর ।

Etv Bharat
বিডিও ওড়না ধরে টানলেন বিক্ষোভকারীরা
author img

By

Published : Apr 21, 2023, 9:53 PM IST

Updated : Apr 21, 2023, 10:24 PM IST

বিডিও ওড়না ধরে টানলেন এক বিক্ষোভকারী

বাঁকুড়া, 21 এপ্রিল: ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্দোলন ৷ দুর্নীতির কারণে সদস্যদের কাঁধে অযথা চাপছে ঋণের বোঝা ৷ প্রতিবাদে শুক্রবার সোনামুখী ব্লকের কৃষ্ণবাটি এলাকার সোনামুখী-বিষ্ণুপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । এমনকী সোনামুখী ব্লকের বিডিও দেবলীনা সর্দারের ওড়না ধরেও টানতে দেখা গেল বিক্ষোভকারীদের ।

Self Help Group
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ
বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দু‘শোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । সেই গোষ্ঠীর সদস্যদের নাম করে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রাষ্ট্রায়াত্ব ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ৷ এই টাকা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের আধিকারিকের মাধ্যেমেই তুলেছেন ৷ ফলে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপর ঋণের বোঝা চাপছে ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে ওই ঋণের বোঝা থেকে তাঁদের মুক্তি দেওয়া ও প্রতারকদের অবিলম্বে কঠোর শাস্তির দাবীতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরুলিয়ায় শুরু হল ‘সবলা মেলা’

সেই মতো শুক্রবার সকালে এই দাবিকে সামনে রেখে এলাকার প্রতারিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা কৃষ্ণবাটি এলাকায় জমায়েত করেন । সেখানে বিষ্ণুপুর সোনামুখী সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ । এর ফলে ওই সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সোনামুখী থানার পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা । এরপর খবর পেয়ে অবরোধ স্থলে যান সোনামুখীর বিডিও দেবলীনা সর্দার । তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভকারীদের কাছ থেকে কোনওক্রমে বের করে এনে তাঁকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় পুলিশ । বিডিওর দাবি ঘটনায় ইতিমধ্যে দুই কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আন্দোলনকারীদের দাবি, প্রতারকের শাস্তি নয় ৷ তাদের থেকে ঋণের বোঝাও নামাতে হবে ৷ এতে সমস্যার সমাধান না-হলে আগামিদিনে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ৷

বিডিও ওড়না ধরে টানলেন এক বিক্ষোভকারী

বাঁকুড়া, 21 এপ্রিল: ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্দোলন ৷ দুর্নীতির কারণে সদস্যদের কাঁধে অযথা চাপছে ঋণের বোঝা ৷ প্রতিবাদে শুক্রবার সোনামুখী ব্লকের কৃষ্ণবাটি এলাকার সোনামুখী-বিষ্ণুপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । এমনকী সোনামুখী ব্লকের বিডিও দেবলীনা সর্দারের ওড়না ধরেও টানতে দেখা গেল বিক্ষোভকারীদের ।

Self Help Group
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ
বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দু‘শোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । সেই গোষ্ঠীর সদস্যদের নাম করে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রাষ্ট্রায়াত্ব ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ৷ এই টাকা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের আধিকারিকের মাধ্যেমেই তুলেছেন ৷ ফলে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপর ঋণের বোঝা চাপছে ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে ওই ঋণের বোঝা থেকে তাঁদের মুক্তি দেওয়া ও প্রতারকদের অবিলম্বে কঠোর শাস্তির দাবীতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরুলিয়ায় শুরু হল ‘সবলা মেলা’

সেই মতো শুক্রবার সকালে এই দাবিকে সামনে রেখে এলাকার প্রতারিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা কৃষ্ণবাটি এলাকায় জমায়েত করেন । সেখানে বিষ্ণুপুর সোনামুখী সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ । এর ফলে ওই সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সোনামুখী থানার পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা । এরপর খবর পেয়ে অবরোধ স্থলে যান সোনামুখীর বিডিও দেবলীনা সর্দার । তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভকারীদের কাছ থেকে কোনওক্রমে বের করে এনে তাঁকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় পুলিশ । বিডিওর দাবি ঘটনায় ইতিমধ্যে দুই কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আন্দোলনকারীদের দাবি, প্রতারকের শাস্তি নয় ৷ তাদের থেকে ঋণের বোঝাও নামাতে হবে ৷ এতে সমস্যার সমাধান না-হলে আগামিদিনে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ৷

Last Updated : Apr 21, 2023, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.