বাঁকুড়া, 26 জুলাই : বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত পিক আপ ভ্যান চালক । আহত দুই বাইক আরোহী । বাঁকুড়া সদর থানার দেরুয়ার কাছে 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কন্টেনারটি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল । উলটো দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল । হঠাৎ একটি বাইক কন্টেনারটিকে ওভারটেক করে মাঝখানে ঢুকে পড়ে । এই অবস্থায় বাইক আরোহীদের বাঁচাতে গিয়ে কন্টেনারটিকে মুখোমুখি ধাক্কা মারে পিকআপ ভ্যানটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় ভ্যান চালকের । অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় বাইকটিও ।
ঘটনাস্থানে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ । গুরুতর জখম অবস্থায় দুই বাইক আরোহীকে ও পিকআপ ভ্যানের চালককে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে ভ্যান চালককে মৃত ঘোষণা করা হয় । ঘটনায় কন্টেনারের চালককে আটক করা হয়েছে ।