ETV Bharat / state

বিষ্ণুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা বাইকের, মৃত 2

117 নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের আমতলার কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 4, 2019, 11:15 AM IST

Updated : Apr 4, 2019, 12:22 PM IST

বিষ্ণুপুর, 4 এপ্রিল : 117 নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের আমতলার কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী। গতরাত সাড়ে দশটা নাগাদ আমতলা থেকে ডায়মন্ডহারবারের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। উলটোদিক থেকে আসছিল একটি মালবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শী অসিত সর্দার জানান, দুটি গাড়ি একটা সময় মুখোমুখি চলে আসে। মালবোঝাই গাড়িটি বাইককে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। আর ওই গার্ডরেলটি ঘুরে যায়। বাইকটির স্পিড বেশি ছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাইক আরোহী দুই যুবককে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম প্রভাত খাঁ ও বুদ্ধ সর্দার। বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায়। তাঁদের মাথায় হেলমেট ছিল না। তবে তাঁরা নেশা করে ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষ্ণুপুর, 4 এপ্রিল : 117 নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের আমতলার কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী। গতরাত সাড়ে দশটা নাগাদ আমতলা থেকে ডায়মন্ডহারবারের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। উলটোদিক থেকে আসছিল একটি মালবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শী অসিত সর্দার জানান, দুটি গাড়ি একটা সময় মুখোমুখি চলে আসে। মালবোঝাই গাড়িটি বাইককে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। আর ওই গার্ডরেলটি ঘুরে যায়। বাইকটির স্পিড বেশি ছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাইক আরোহী দুই যুবককে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম প্রভাত খাঁ ও বুদ্ধ সর্দার। বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায়। তাঁদের মাথায় হেলমেট ছিল না। তবে তাঁরা নেশা করে ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


New Delhi, Mar 26 (ANI): Union Home Minister Rajnath Singh hit Arvind Kejriwal-led Delhi government for not fulfilling the promises made in 2015 Assembly elections. He said, "About 4 and a half year back, Delhi got a government. You must have heard the leaders of this government making big promises before making the government. It felt like in 5 years they will make Delhi the most beautiful state in India."
Last Updated : Apr 4, 2019, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.