বাঁকুড়া, 24 মে: ফের বাঁকুড়ায় রেশন দ্রব্য চোরাচালানের অভিযোগ। এদিন বাঁকুড়া সদর থানার পাপুড়ডিহি গ্রামে একটি ট্রাক বোঝাই রেশনের আটা আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। পুলিশ অভিযুক্তদের আটক করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
লকডাউনের শুরু থেকে রেশন দুর্নীতি নিয়ে হাজারও অভিযোগ উঠেছে রাজ্যজুড়ে। কোথায় সরকারি নির্দেশিকা অনুযায়ী রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ, কোথায় সরকারি খাদ্য সামগ্রী পাচার করে তার কালো বাজারি করার অভিযোগ। অনেক ক্ষেত্রে কার্ড সমস্যা তথা রেশন না পাওয়া নিয়েও অভিযোগ উঠেছে। জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। যা সামাল দিতে আসরে নামতে হয়েছে খোদ রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দোকানগুলিতে পর্যবেক্ষক পাঠিয়ে সমস্যার সমাধান করা হয়েছে বহু ক্ষেত্রে। তথাপি ফের রেশন সামগ্রী চোরাচালানের অভিযোগ। এবারের ঘটনা বাঁকুড়া জেলায়। রবিবার বাঁকুড়া সদর থানার পাপুড়ডিহি গ্রামে রেশনের আটা বোঝাই একটি একটি ট্রাক আটক করে স্থানীয় জনতা। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে রেশন সামগ্রী উদ্ধার করে। অভিযুক্তদের আটক করে।
স্থানীয়দের অভিযোগ, অনেক দিন থেকেই গ্রামে চলছিল আটার বেআইনি কারবার। রেশনের গম নিয়ে এসে তা থেকে আটা বানিয়ে খোলাবাজারে বিক্রি করত গ্রামেরই অভিযুক্ত দুই বাসিন্দা। এদিনও রেশনের আটা চোরাচালন হচ্ছে দেখে গ্রামবাসীরা বাধা দেন। তাঁরাই আটা বোঝাই গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশে খবর দেয়।
বাঁকুড়া সদর থানার সূত্রে জানা গিয়েছে, রেশনের সামগ্রীর চোরাচালানের অভিযোগে আটক দুজন হল শিবু মণ্ডল ও বুধন মণ্ডল। তারা সম্পর্কে বাবা ও ছেলে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।