বিষ্ণুপুর, 7 মে : দেশজুড়ে চর্চায় এখন "জয়শ্রীরাম" । প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর সামনে জয়শ্রীরাম বলে BJP কর্মীরা কি কোনও ভুল করেছিলেন ? কেন তাঁদের আটক করা হল ? মুখ্যমন্ত্রীই বা কেন ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে এসে প্রশ্ন করলেন, "সামনে এসে বল, পালাচ্ছিস কেন ?" তাহলে কি জয়শ্রীরাম স্লোগানেই আপত্তি মমতা ব্যানার্জির ? উত্তর দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো । জানিয়ে দিলেন, তিনি বন্দেমাতরম, জয় হিন্দ বলতে পারেন । জয় দুর্গা মাইকিও বলে থাকেন । কিন্তু, জয়শ্রীরামেই 'আপত্তি' ! তাঁর কথায়, দেবতা না হয়েও রামকে দেবতা বানিয়েছে BJP । তাই, তিনি কোনও একজনের নামে ধ্বনি দিতে চান না ।
এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে গেলেন মমতা
ঘটনার সূত্রপাত শনিবার । মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল চন্দ্রকোনায় । রাধাবল্লভপুরের কাছে তাঁর কনভয় পৌঁছালে বেশ কয়েকজন গ্রামবাসী "জয়শ্রীরাম" স্লোগান দিয়ে ওঠেন । ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন । কয়েকজনকে পালাতে দেখে তিনি প্রশ্ন করেন, "পালাচ্ছিস কেন ?" কেউ কোনও উত্তর দেননি । কিছুক্ষণ পর গাড়িতে উঠে বেরিয়ে যান মমতা । জয়শ্রীরাম স্লোগান শুনে মমতার বিরক্তি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে । গতকাল নরেন্দ্র মোদি হলদিয়া সফরে আসেন । এপ্রসঙ্গে তিনি বলেন, "দিদি, এতটাই ক্ষেপে গেছেন যে ভগবানের কথাও সহ্য করতে পারছেন না ।" এরপর বিষ্ণুপুরের সভা থেকে নিজের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো ।
মমতা বলেন, "আমরা কখনও একটা ধ্বনি দিই না । যে ধ্বনিটা BJP দেয় । কোনও একজনের নামে ধ্বনি দেয় ওরা । দেবতা না হলেও দেবতা বানিয়ে দিচ্ছে । আমরা এটা করি না ।" নরেন্দ্র মোদিকে তাঁর প্রশ্ন, "তুমি তো 5 বছর ক্ষমতায় ছিলে রামমন্দির বানাতে পারোনি কেন ? জয়শ্রীরাম স্লোগান তো দাও । নির্বাচন এলে রামচন্দ্র তোমার পার্টির ইলেকশন এজেন্ট হয়ে যায় বুঝি । জয়শ্রীরাম বলতে বলবে । কেন ? আমি রামঠাকুরকে (এবার তিনি অবশ্য রামকে ঠাকুর বলেই সম্বোধন করেন) যা সম্মান করার করি । উনি মা দুর্গার পুজো করেছিলেন । আমি পচা মোদির নাম বলব না, পচা BJP পার্টির নাম বলব না ।"
এই সংক্রান্ত আরও খবর : ভোটব্যাঙ্কের ভয়ে দেশের তারিফ করেন না দিদি ? : মোদি
হলদিয়ার সভা থেকে তৃণমূলের আমলে তোলাবাজির প্রসঙ্গ তুলে কড়া সমালোচনা করেন মোদি । বলেন, "তৃণমূলের আমলে তোলাবাজি চলছে । রাজ্যের বাচ্চারাও তৃণমূল তোলাবাজি ট্যাক্সের কথা জানে ।" এর পালটা মমতা বললেন, "তোমার পা থেকে মাথা পর্যন্ত মানুষ খুনের রক্ত ।" সম্প্রতি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকেও নিশানা করেছিলেন মোদি । সেই প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, "তুমি রাজীব গান্ধিকে বলেছ দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী । আজ আমায় বলছ, আমি তোলাবাজ । আমি বলি, আমার দলের নাম AITC । TMC নয় । তোমার এটা জানা উচিত । আর তা না হলে কান মুলে ক্ষমা চাওয়া উচিত । আমি যদি তোলাবাজ হই তুমি কী ? তোমার পা থেকে মাথা পর্যন্ত মানুষ খুনের রক্ত । দাঙ্গা করে করে ।"
এই সংক্রান্ত আরও খবর : দিদি এতটাই হতাশ যে ভগবানের কথাও শুনতে চান না : মোদি