ETV Bharat / state

কোতুলপুরে ছাপ্পা, বিরোধী এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ - cpim agent

কোতুলপুরের একটি বুথে ছাপ্পার অভিযোগ । আরেকটি বুথে BJP এবং CPI(M) পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ।

235 নম্বর বুথের ছবি
author img

By

Published : May 12, 2019, 9:33 AM IST

Updated : May 12, 2019, 1:30 PM IST

কোতুলপুর, 12 মে : কোতুলপুরের 247 ও 248 নম্বর বুথ, লাউগ্রাম J D স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল । ওই বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই বলে জানা গেছে । শুধু দু'জন পুলিশ কর্মী দিয়ে ভোট হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

কোতুলপুরের দেশরা কোয়ালপাড়া অঞ্চলের 235 নম্বর বুথে পানাহার প্রাথমিক বিদ্যালয়ে BJP এবং CPI(M) পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কোতুলপুর, 12 মে : কোতুলপুরের 247 ও 248 নম্বর বুথ, লাউগ্রাম J D স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল । ওই বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই বলে জানা গেছে । শুধু দু'জন পুলিশ কর্মী দিয়ে ভোট হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

কোতুলপুরের দেশরা কোয়ালপাড়া অঞ্চলের 235 নম্বর বুথে পানাহার প্রাথমিক বিদ্যালয়ে BJP এবং CPI(M) পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Intro:বাঁকুড়া কোতুলপুর এর দেশরা কোয়ালপাড়া অঞ্চলের 235 নম্বর বুথে বিজেপির এবং সিপিএম পোলিং এজেন্টকে ভেতরে বসতে না দেয়ার অভিযোগ।Body:visConclusion:vis
Last Updated : May 12, 2019, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.