বাঁকুড়া, 19 জুন : সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে আজ জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি । সংগঠনের প্রায় শতাধিক সদস্য বাঁকুড়ার স্কুল ডাঙার শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তাঁদের স্মারকলিপি তুলে দেন ।
পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি বাঁকুড়া জেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনও অনেকে স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন । বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ।
পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা সভাপতি শঙ্কুরাজ বিশ্বাস বলেন, "স্কুল ছাত্র ছাত্রীদের প্রোজেক্ট ও প্র্যাকটিকেল পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষকরা অনৈতিকভাবে ও অবৈধভাবে আয়কর ফাঁকি দিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে । আমরা যারা গৃহশিক্ষকতাকে একটা পেশা হিসাবে নিয়েছি, আমাদের সেই পেশা যাতে চালিয়ে যেতে পারি । সেই পেশায় যাতে স্কুল শিক্ষকরা অনুপ্রবেশ ঘটাতে না পারে । এই প্রথার যাতে অবসান হয় । "
তিনি বলেন, " এর জন্য আইনতভাবে পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিয়েছি । উনি যদি কিছু করতে না পারেন তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব । এর পরের পদক্ষেপ আমরা পথ অবরোধ করব , শিক্ষামন্ত্রীর কাছে যাব, বিকাশভবনে যাব । শেষ অবধি কিছু না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব । "