ETV Bharat / state

Bankura Sonamukhi Road : বেহাল রাস্তায় যাতায়াতে ক্ষুব্ধ সাধারণ মানুষ - people are angry when they travel on dilapidated roads In Bankura

বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার 13 নং ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেল স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার অবস্থা এখন বেহাল (Bankura Sonamukhi Road) ৷

Bankura Sonamukhi Road
বেহাল রাস্তায় যাতায়াতে ক্ষুব্ধ সাধারন মানুষ
author img

By

Published : May 13, 2022, 8:47 PM IST

বাঁকুড়া, 13 মে : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় যাতায়াতে চরম সমস্যায় সাধারণ মানুষ ৷ রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি সকলেই । বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেল স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাল খারাপ (Bankura Sonamukhi Road)।

সাধারণ মানুষের অভিযোগ, অমলনগর এলাকায় এফসিআই-এর গোডাউন রয়েছে ৷ বড় বড় গাড়ি ঢোকার কারণে আরও বেশি রাস্তা খারাপ হচ্ছে ৷ পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জলে খানাখন্দ ভরে যায় ৷ ফলে আরও সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষদের । 13 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষদের পাশাপাশি সোনামুখী রেলস্টেশন যাওয়ার জন্য এই রাস্তায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন ৷ অন্যদিকে সোনামুখী আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরাও ব্যবহার করেন এই রাস্তা । প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা ৷ সাইকেল টোটো চারচাকা নিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে । কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি সোনামুখী পৌরসভা কর্তৃপক্ষের ।

প্রায় দেড় কিলোমিটার রাস্তার অবস্থা এখন বেহাল

আরও পড়ুন : বেহাল রাস্তায় নাজেহাল শান্তনু-জায়া কাকলি সেনের ওয়ার্ডের বাসিন্দারা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ চার পাঁচ বছর ধরে রাস্তাটির একেবারেই বেহাল অবস্থা হয়ে পরেছে এবং রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনা। তাঁরা জানান, রাস্তায় বড় বড় পাথর বেরিয়েছে গাড়ি যাতায়াতের সময় পাথর ছিটকে রাস্তার ধারে থাকা মানুষের গায়ে এস লাগছে । পৌরসভার কাছে আবেদন দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক ৷ তবে রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখ্যোপাধ্যায় । তিনি বলেন , "রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে এটা ঠিক ৷ তবে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে । তবে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে ৷"

বাঁকুড়া, 13 মে : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় যাতায়াতে চরম সমস্যায় সাধারণ মানুষ ৷ রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি সকলেই । বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেল স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাল খারাপ (Bankura Sonamukhi Road)।

সাধারণ মানুষের অভিযোগ, অমলনগর এলাকায় এফসিআই-এর গোডাউন রয়েছে ৷ বড় বড় গাড়ি ঢোকার কারণে আরও বেশি রাস্তা খারাপ হচ্ছে ৷ পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জলে খানাখন্দ ভরে যায় ৷ ফলে আরও সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষদের । 13 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষদের পাশাপাশি সোনামুখী রেলস্টেশন যাওয়ার জন্য এই রাস্তায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন ৷ অন্যদিকে সোনামুখী আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরাও ব্যবহার করেন এই রাস্তা । প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা ৷ সাইকেল টোটো চারচাকা নিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে । কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি সোনামুখী পৌরসভা কর্তৃপক্ষের ।

প্রায় দেড় কিলোমিটার রাস্তার অবস্থা এখন বেহাল

আরও পড়ুন : বেহাল রাস্তায় নাজেহাল শান্তনু-জায়া কাকলি সেনের ওয়ার্ডের বাসিন্দারা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ চার পাঁচ বছর ধরে রাস্তাটির একেবারেই বেহাল অবস্থা হয়ে পরেছে এবং রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনা। তাঁরা জানান, রাস্তায় বড় বড় পাথর বেরিয়েছে গাড়ি যাতায়াতের সময় পাথর ছিটকে রাস্তার ধারে থাকা মানুষের গায়ে এস লাগছে । পৌরসভার কাছে আবেদন দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক ৷ তবে রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখ্যোপাধ্যায় । তিনি বলেন , "রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে এটা ঠিক ৷ তবে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে । তবে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.