পাত্রসায়র, 23 জুন : এক ছাত্র এবং দুই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ায় শনিবার রাত থেকে বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকরডাঙা মোড় এলাকা থমথমে । আহতরা তাদের দলের কর্মী বলে দাবি করেছে BJP । তাদের অভিযোগ, পুলিশই গুলি চালিয়েছে ।
গতকাল রাতে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর কাঁকরডাঙা মোড়ে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । গুলিবিদ্ধ হয় দু'জন ব্যক্তি। তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় BJP নেতৃত্ব । এদিকে দুই দলের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরি ।
গতকাল রাতেই গুলিবিদ্ধ সৌমেন বাউরি, তাপস বাউরি ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।
গতকাল রাত থেকেই এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে । আজ সকাল থেকে যানচলাচল স্বাভাবিক হলেও খুব বেশি মানুষ রাস্তায় বেরোননি ।
আরও পড়ুন : বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?