ETV Bharat / state

Christmas Picnic: বড়দিনে ভিড়ে ঠাসা বাঁকুড়ার রানি মুকুটমণিপুর, বাড়তি পাওনা আদিবাসী ফুড ফেস্টিভ্যাল - Christmas Picnic

পিকনিক থেকে শুরু করে কংসাবতীর বুকে নৌকাবিহার, বড়দিনে হৈ হুল্লোড়ে মাতল মুকুটমণিপুর(Christmas Picnic)৷

ETV Bharat
বড়দিনে জমজমাট মুকুটমণিপুর
author img

By

Published : Dec 25, 2022, 9:30 PM IST

বড়দিনে জমজমাট মুকুটমণিপুর, দেখুন সেই ভিডিয়ো

মুকুটমণিপুর, 25 ডিসেম্বর: পিকনিকের মরশুম শুরু হতেই ভিড় জমছে বাঁকুড়ার মুকুটমণিপুরে (Mukutmanipur is crowded on Christmas)৷ বড়দিনের সকাল থেকে সেই ছবিই ধরা পড়ল কংসাবতীর ধারে ৷ কেউ মজেছেন চড়ুইভাতিতে, তো কেউ আবার নৌকাবিহারে মেতেছেন ৷

'বাঁকুড়ার রানি'-র প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছর বিভিন্ন সময় অসংখ্য পর্যটক আসেন । আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই । বড়দিনে ঠান্ডার আমেজে নদীবক্ষে নৌকাবিহার না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না । তবে শুধু পিকনিক নয়, এখানকার মুশাফিরানা, ডিয়ার পার্ক থেকে শুরু করে পরেশনাথ মন্দির, বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকোপার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকেই ।

সঙ্গে এবারের বাড়তি পাওনা আদিবাসী ফুড ফেস্টিভ্যাল । সাতদিনব্যাপী এই ফেস্টিভ্যালে স্থানীয় খাবারের পাশাপাশি আপনি নিতে পারবেন বিভিন্ন আদিবাসী খাবারের স্বাদ ৷ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেরা রান্না করেই তা সযত্নে পরিবেশন করছেন ৷

তবে মুকুটমণিপুরে আগত অতিথিদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে প্রশাসন । সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ।

আরও পড়ুন : বিধিনিষেধের ঘেরাটোপে বড়দিনের মাইথনে পিকনিকের ভিড়

বড়দিনে জমজমাট মুকুটমণিপুর, দেখুন সেই ভিডিয়ো

মুকুটমণিপুর, 25 ডিসেম্বর: পিকনিকের মরশুম শুরু হতেই ভিড় জমছে বাঁকুড়ার মুকুটমণিপুরে (Mukutmanipur is crowded on Christmas)৷ বড়দিনের সকাল থেকে সেই ছবিই ধরা পড়ল কংসাবতীর ধারে ৷ কেউ মজেছেন চড়ুইভাতিতে, তো কেউ আবার নৌকাবিহারে মেতেছেন ৷

'বাঁকুড়ার রানি'-র প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছর বিভিন্ন সময় অসংখ্য পর্যটক আসেন । আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই । বড়দিনে ঠান্ডার আমেজে নদীবক্ষে নৌকাবিহার না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না । তবে শুধু পিকনিক নয়, এখানকার মুশাফিরানা, ডিয়ার পার্ক থেকে শুরু করে পরেশনাথ মন্দির, বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকোপার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকেই ।

সঙ্গে এবারের বাড়তি পাওনা আদিবাসী ফুড ফেস্টিভ্যাল । সাতদিনব্যাপী এই ফেস্টিভ্যালে স্থানীয় খাবারের পাশাপাশি আপনি নিতে পারবেন বিভিন্ন আদিবাসী খাবারের স্বাদ ৷ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেরা রান্না করেই তা সযত্নে পরিবেশন করছেন ৷

তবে মুকুটমণিপুরে আগত অতিথিদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে প্রশাসন । সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ।

আরও পড়ুন : বিধিনিষেধের ঘেরাটোপে বড়দিনের মাইথনে পিকনিকের ভিড়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.