বাঁকুড়া, 29 জানুয়ারি : আজ থেকে শুরু হল মুকুটমণিপুর মেলা৷ এটা 23 তম আদিবাসী মেলা৷ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার মেলার উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, খাতড়ার মহকুমা শাসক রবিরঞ্জন প্রসাদ, এসডিপিও রবিশংকর মিশ্রা-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
অনুষ্ঠানে আদিবাসী সমাজের মানুষরা পারম্পরিক নৃত্য ও সংগীত পরিবেশন করেন। খাতড়ার মহকুমা শাসক রবিরঞ্জন প্রসাদ বলেন, ‘‘এই মেলায় আদিবাসী সমাজের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয় এবং মেলা প্রাঙ্গনকে আদিবাসী শিল্পের মাধ্যমে সাজানো হয়েছে।’’
আরও পড়ুন : হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা
তিনি জানান, এই মেলার মুখ্য উদ্দেশ্য হল আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরা।