বাঁকুড়া, 15 মার্চ : চলন্ত ট্রেনের সামনে ন'মাসের শিশুকন্যাকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা (Bankura Suicide Case)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মশাগ্রাম লাইনের সোনামুখীর রামপুর তেঁতুলতলা ফটকের কাছে । মৃতের নাম সীমা রুইদাস ৷ বাড়ি কোচডিহি গ্রামের রুইদাস পাড়ায় ।
ঘটনায় সারা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনাটি ঘটে বুধবার সকাল দশটা নাগাদ ৷ পুরো ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ । পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে 9 মাসের কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সোজা বাঁকুড়া মশাগ্রাম লাইনের রামপুর তেঁতুলতলা ফটকে চলে আসেন সীমা । এরপর বাঁকুড়া মশাগ্রাম লোকাল রামপুরের তেঁতুলতলা ফটকের সামনে এলে মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের । পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সীমা ।
আরও পড়ুন : ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুগলের
অবসাদের কারণে আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।