ETV Bharat / state

বাঁকুড়ায় BJP কর্মীর বাড়িতে হামলা, দোকানে আগুন - Bjp worker attacked

এক BJP কর্মীর বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে আগুন দিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার রানিবাঁধের ঘটনা। গতরাতে একদল দুষ্কৃতী স্থানীয় BJP কর্মী ও IT সেলের দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ দাসের বাড়িতে হামলা চালায়।

দুষ্কৃতী হামলা
author img

By

Published : Mar 4, 2019, 11:29 PM IST

বাঁকুড়া, ৪ মার্চ : এক BJP কর্মীর বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে আগুন দিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার রানিবাঁধের ঘটনা। গতরাতে একদল দুষ্কৃতী স্থানীয় BJP কর্মী ও IT সেলের দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ দাসের বাড়িতে হামলা চালায়।
বাড়িতে ভাঙচুর চালায় ও বাড়ি সংলগ্ন অভিজিতের দোকানে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে আজ BJP-র রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার ও জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ঘটনাস্থানে যান। তাঁরা বলেন, "জঙ্গলমহলে BJP-র শক্তি ক্রমশ বাড়ছে। তাই তৃণমূল এই হামলা চালিয়েছে।"

এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বাঁকুড়া, ৪ মার্চ : এক BJP কর্মীর বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে আগুন দিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার রানিবাঁধের ঘটনা। গতরাতে একদল দুষ্কৃতী স্থানীয় BJP কর্মী ও IT সেলের দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ দাসের বাড়িতে হামলা চালায়।
বাড়িতে ভাঙচুর চালায় ও বাড়ি সংলগ্ন অভিজিতের দোকানে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে আজ BJP-র রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার ও জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ঘটনাস্থানে যান। তাঁরা বলেন, "জঙ্গলমহলে BJP-র শক্তি ক্রমশ বাড়ছে। তাই তৃণমূল এই হামলা চালিয়েছে।"

এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

Intro:বিজেপি করার অপরাধে বাড়িতে হামলা ও দোকানে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল রানী বাঁধে ।Body:গতকাল রাতে একদল দুষ্কৃতী স্থানীয় বিজেপি কর্মী ও বিজেপির আই টি সেলের দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ দাসের বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ।
বাড়ীতে ঢুকে তারা ভাঙচুর চালায় ।বাড়ীর লাগোয়া দোকানে আগুন ধরিয়ে দেয় । ঘটনার খবর পেয়ে আজ বিজেপির রাজ্য সহ সভাপতি ডা সুভাষ সরকার, জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ঘটনাস্থলে হাজির হন ।এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে সুভাষবাবু বলেন জঙ্গল মহলে বিজেপির সংগঠন দ্রুত শক্তিশালী হচ্ছে, অভিজিৎ সাহস ভরে বাড়িতে মেরা পরিবার ভাজপা পরিবার কর্মসূচীতে নিজ বাড়িতে পতাকা উত্তোলন করে, গতকাল বাইক ব়্যালী তে অংশগ্রহণ করে ।এটা তৃণমূলের গাত্রদাহ তাই অভিজিতের মত কর্মীর বাড়িতে হামলা, দোকানে আগুন লাগানো হয়েছে ।Conclusion:বিজেপি প্রতিনিধি দল রাণীবাঁধ থেকে ফেরার পর ফের অভিজিতের বাড়িতে গিয়ে মারধর করে দুস্কৃতীরা, এমনটা অভিযোগ।
এদিকে এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন পর্যন্ত ধরেননি। এবিষয়ে জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে বলে জেলা বিজেপি সূত্রে খবর।
বাইট- সুভাষ সরকার, বিজেপি রাজ্য সহ সভাপতি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.