ETV Bharat / state

CAA Detention Camp : দেড় দশক পর ঘরে ফিরল অসমে 'হারিয়ে যাওয়া' ছেলে - Bankura

নিছক কাজের খোঁজে গিয়ে বন্দি হতে হয়েছিল ডিটেনশন ক্যাম্পে ৷ সেখানে বন্দি থাকতে হয়েছে 4 বছর ৷ তারপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ফিরতে পারলেন ঘরে ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাধানগর গ্রামে ৷

ষোল-সতেরো বছর পর ঘরে ফিরল অসমে 'হারিয়ে যাওয়া' ছেলে
ষোল-সতেরো বছর পর ঘরে ফিরল অসমে 'হারিয়ে যাওয়া' ছেলে
author img

By

Published : Sep 18, 2021, 5:11 PM IST

বাঁকুড়া, 18 সেপ্টেম্বর : পৌরাণিক যুগে ভাগ্য অন্বেষণে বেরতেন রাজ-রাজাড়া ৷ কিন্তু একবিংশ শতাব্দীর দোড়গোড়ায় নিম্নবিত্ত সাধারণ মানুষের জন্য তা জীবিকা অন্বেষণে পরিণত হয়েছে ৷ পেটের টানে ভিনরাজ্যে কাজ খুঁজতে যাওয়ার ঘটনা এরাজ্যের জন্য নতুন নয় ৷ তবে কাজ খুঁজতে গিয়ে কারাবাসের ঘটনা সচরাচর ঘটে না ৷ ষোল-সতেরো বছর আগে পেটের টানে এমনই ভাগ্য অন্বেষণে বেরিয়েছিলেন বিষ্ণুপুরের এক কিশোর ৷ তারপর কী হল তার ? শুনুন তাঁর গল্প ।

কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে অসমে পাড়ি দিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগর গ্রামের গঙ্গাধর প্রামাণিক । সেখানেই জুটেছিল কারাবাস ! বছর সতেরো আগে মাত্র 16 বছর বয়সে কাজের খোঁজে বেরনোর সময় সচিত্র ভোটার পরিচয়পত্র হয়ে ওঠেনি ৷ শুধু রেশন কার্ড নিয়েই গিয়েছিলেন তিনি ৷ কিন্তু সেটাও সেখানে হারিয়ে যায় ৷ সঠিক পরিচয়পত্র দেখাতে না পারায় 2017 সাল নাগাদ পুলিশের হাতে আটক হন গঙ্গাধর ৷ অসম সীমান্ত শাখার পুলিশ তাঁকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে । পরে ওই বছরেরই 12 ডিসেম্বর থেকে আদালতের নির্দেশে 'গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে' বন্দি জীবন শুরু হয় গঙ্গাধরের ।

এভাবেই বছর চারেক কেটে গিয়েছে । দীর্ঘদিন ছেলের খবর না পেয়ে গঙ্গাধরের বৃদ্ধা মা ভারতী প্রামাণিক ধরেই নিয়েছিলেন 'ছেলে আর বেঁচে নেই' ৷ ছেলের শোকে বছর পাঁচেক আগে মৃত্যু হয়েছে জনমজুর বাবা মন্টু প্রামাণিকের ৷ এই অবস্থায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় অসমের সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস-এর সদস্যরা । ওই ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পাওয়া দুই আবাসিকের কাছে গঙ্গাধরের খবর পেয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিলেন তাঁরা । গত বুধবারই ওই সংস্থার প্রতিনিধিরা গঙ্গাধর প্রামাণিককে তাঁর রাধানগরের বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলেন ।

এত বছর পর বাড়ি ছেলেকে ফিরে পেয়ে কোথাও যেতে দেবেন না বলে জানালেন বৃদ্ধা অসহায় মা

17 বছর আগে গঙ্গাধর যখন বাড়ি থেকে অসম গিয়েছিলেন, তখন বাড়িতে মা-বাবা আর ছোট বোন ছিল ৷ ফিরে এসে পেলেন শুধু একা, অসহায় বুড়ি মাকে ৷ বাবা মারা গিয়েছেন ৷ কয়েক বছর আগে বোনের বিয়ে হয়ে গিয়েছে ৷ বাড়িতে বৃদ্ধা মা একাই থাকতেন । চরম দুর্ভোগে যখন দিন কাটছে, তখনই ফিরে পেলেন 'হারিয়ে যাওয়া' ছেলেকে ৷ আনন্দে চোখের জল আটকে রাখতে পারেননি তিনি । জানালেন, আর কখনও কোথাও যেতে দেবেন না ছেলেকে ৷

আরও পড়ুন : Bishnupur: এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো সঙ্গীত মহাবিদ্যালয় আজও মেলেনি সরকারি স্বীকৃতি

বাঁকুড়া, 18 সেপ্টেম্বর : পৌরাণিক যুগে ভাগ্য অন্বেষণে বেরতেন রাজ-রাজাড়া ৷ কিন্তু একবিংশ শতাব্দীর দোড়গোড়ায় নিম্নবিত্ত সাধারণ মানুষের জন্য তা জীবিকা অন্বেষণে পরিণত হয়েছে ৷ পেটের টানে ভিনরাজ্যে কাজ খুঁজতে যাওয়ার ঘটনা এরাজ্যের জন্য নতুন নয় ৷ তবে কাজ খুঁজতে গিয়ে কারাবাসের ঘটনা সচরাচর ঘটে না ৷ ষোল-সতেরো বছর আগে পেটের টানে এমনই ভাগ্য অন্বেষণে বেরিয়েছিলেন বিষ্ণুপুরের এক কিশোর ৷ তারপর কী হল তার ? শুনুন তাঁর গল্প ।

কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে অসমে পাড়ি দিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগর গ্রামের গঙ্গাধর প্রামাণিক । সেখানেই জুটেছিল কারাবাস ! বছর সতেরো আগে মাত্র 16 বছর বয়সে কাজের খোঁজে বেরনোর সময় সচিত্র ভোটার পরিচয়পত্র হয়ে ওঠেনি ৷ শুধু রেশন কার্ড নিয়েই গিয়েছিলেন তিনি ৷ কিন্তু সেটাও সেখানে হারিয়ে যায় ৷ সঠিক পরিচয়পত্র দেখাতে না পারায় 2017 সাল নাগাদ পুলিশের হাতে আটক হন গঙ্গাধর ৷ অসম সীমান্ত শাখার পুলিশ তাঁকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে । পরে ওই বছরেরই 12 ডিসেম্বর থেকে আদালতের নির্দেশে 'গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে' বন্দি জীবন শুরু হয় গঙ্গাধরের ।

এভাবেই বছর চারেক কেটে গিয়েছে । দীর্ঘদিন ছেলের খবর না পেয়ে গঙ্গাধরের বৃদ্ধা মা ভারতী প্রামাণিক ধরেই নিয়েছিলেন 'ছেলে আর বেঁচে নেই' ৷ ছেলের শোকে বছর পাঁচেক আগে মৃত্যু হয়েছে জনমজুর বাবা মন্টু প্রামাণিকের ৷ এই অবস্থায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় অসমের সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস-এর সদস্যরা । ওই ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পাওয়া দুই আবাসিকের কাছে গঙ্গাধরের খবর পেয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিলেন তাঁরা । গত বুধবারই ওই সংস্থার প্রতিনিধিরা গঙ্গাধর প্রামাণিককে তাঁর রাধানগরের বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলেন ।

এত বছর পর বাড়ি ছেলেকে ফিরে পেয়ে কোথাও যেতে দেবেন না বলে জানালেন বৃদ্ধা অসহায় মা

17 বছর আগে গঙ্গাধর যখন বাড়ি থেকে অসম গিয়েছিলেন, তখন বাড়িতে মা-বাবা আর ছোট বোন ছিল ৷ ফিরে এসে পেলেন শুধু একা, অসহায় বুড়ি মাকে ৷ বাবা মারা গিয়েছেন ৷ কয়েক বছর আগে বোনের বিয়ে হয়ে গিয়েছে ৷ বাড়িতে বৃদ্ধা মা একাই থাকতেন । চরম দুর্ভোগে যখন দিন কাটছে, তখনই ফিরে পেলেন 'হারিয়ে যাওয়া' ছেলেকে ৷ আনন্দে চোখের জল আটকে রাখতে পারেননি তিনি । জানালেন, আর কখনও কোথাও যেতে দেবেন না ছেলেকে ৷

আরও পড়ুন : Bishnupur: এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো সঙ্গীত মহাবিদ্যালয় আজও মেলেনি সরকারি স্বীকৃতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.