বাঁকুড়া, 31 মে : 2021 বিধানসভা নির্বাচন পরবর্তী সময় দু'দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমের জেলাটিতে সফরের আগে বিভিন্ন প্রকল্পের কাজ বাকি থাকার অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার সফরের প্রথমদিন বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সেইসব বাকি থাকা কাজের তালিকাই তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attends administrative meeting in Bankura on Tuesday) ৷ এর মধ্যেও কোথাও স্টেডিয়ামের কাজ, তো কোথাও জমি সংক্রান্ত সমস্যা ৷
এই প্রসঙ্গে কথা এগোলে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ এনে সরব হন। তাঁর নির্দেশ, '4-5 বছর ধরে অনেক কাজ পড়ে রয়েছে। দ্রুত সেই কাজ শেষ করতে হবে ৷' সকলস্তরে কাজ দ্রুততার সঙ্গে শেষ করার স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ পরবর্তীতে ওয়াটার সাপ্লাই স্কিম, রায়পুর ব্লকের প্রসঙ্গ তুলে এই প্রকল্পের বিষয়টি নিয়ে কথা শুরু করেন মুখ্যমন্ত্রী ৷ 21 কোটি টাকার প্রকল্প আট বছর ধরে পড়ে আছে কেন? প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী ৷ উত্তরে জেলাশাসক বলেন, 85 শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে আছে।
আরও পড়ুন : কৃষকদের থেকে ধান কেনায় গড়মিল, ধমক দিয়ে উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
সেই কথার পালটা দিতে গিয়ে তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা (Mamata Banerjee gets angry during administrative meeting in Bankura) ৷ তাঁর কথায়, 'না না, 85 শতাংশ ওসব শুনবো না। এ তো কানমোলা খাওয়া উচিত সবার কাছে, যে দফতর এগুলো করছে। দায়িত্ব নিয়ে এগুলো করছে ৷ দফতরগুলিকে বলা যায় না যে এগুলো এতদিন ধরে পড়ে আছে।'