ETV Bharat / state

Bankura Road Block : বাঁকুড়ায় সরকারি সার-কীটনাশক মাটিতে পুঁতে ফেলার অভিযোগ - Allegation of dumping government fertilizers

সরকারি সার ও কীটনাশক মাটিতে পুঁতে ফেলার অভিযোগ তুলে পথ অবরোধ করা হল বিজেপির পক্ষ থেকে (Allegation of dumping government fertilizers)। বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের উপর খাতড়া রাজাপাড়া মোড়ে এই অবরোধের জেরে আটকে পড়েন অসংখ্য যাত্রী ও যানবাহন ।

Bankura News
খাতড়ায় সরকারি সার মাটিতে পুতে ফেলার অভিযোগ
author img

By

Published : May 22, 2022, 9:54 AM IST

বাঁকুড়া, 22 মে : সরকারি সার ও কীটনাশক সাধারণ কৃষিজীবীদের না দিয়ে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ তুলে পথ অবরোধ করল বিজেপি (Allegation of dumping government fertilizers)। শনিবার বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের উপর খাতড়া রাজাপাড়া মোড়ে এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন ।

অবরোধকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, 'নট ফর সেল ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল' লেখা আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার সরকারি সার ও কীটনাশক চাষিদের না দিয়ে খাতড়ার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটী গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর চরে পুঁতে ফেলা হয়েছে ।

খাতড়ায় সরকারি সার মাটিতে পুতে ফেলার অভিযোগ

আরও পড়ুন : Protest in Arambagh : পৌরসভা তৈরি করছে জৈব সার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

স্থানীয় মানুষের নজরে বিষয়টি আসতেই তাঁরা নদীর চর থেকে মাটি খুঁড়ে ওই সার ও কীটনাশক বের করেন । কিন্ত সরকারি সম্পত্তি থেকে সাধারণ কৃষিজীবী মানুষদের বঞ্চিত করে বিক্রির সুযোগ না পেয়ে কে বা কারা নষ্ট করে ফেললো তা তদন্ত করে দেখা ও দোষীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে । দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারী বিজেপি নেতারা ৷

খাতড়া ব্লক তৃণমূল সভাপতি আনন্দ মাহাতো বলেন, "বিষয়টি আমিও শুনেছি । উদ্ধার হওয়া ওই সার ও কীটনাশকে গভর্নমেন্ট সাপ্লাই ও নট ফর সেল লেখা আছে । বিষয়টি তদন্তসাপেক্ষ । সংশ্লিষ্ট দফতর যাতে বিষয়টি তদন্ত করে দেখে তার ব্যবস্থা করা হবে ৷"

বাঁকুড়া, 22 মে : সরকারি সার ও কীটনাশক সাধারণ কৃষিজীবীদের না দিয়ে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ তুলে পথ অবরোধ করল বিজেপি (Allegation of dumping government fertilizers)। শনিবার বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের উপর খাতড়া রাজাপাড়া মোড়ে এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন ।

অবরোধকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, 'নট ফর সেল ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল' লেখা আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার সরকারি সার ও কীটনাশক চাষিদের না দিয়ে খাতড়ার গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটী গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর চরে পুঁতে ফেলা হয়েছে ।

খাতড়ায় সরকারি সার মাটিতে পুতে ফেলার অভিযোগ

আরও পড়ুন : Protest in Arambagh : পৌরসভা তৈরি করছে জৈব সার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

স্থানীয় মানুষের নজরে বিষয়টি আসতেই তাঁরা নদীর চর থেকে মাটি খুঁড়ে ওই সার ও কীটনাশক বের করেন । কিন্ত সরকারি সম্পত্তি থেকে সাধারণ কৃষিজীবী মানুষদের বঞ্চিত করে বিক্রির সুযোগ না পেয়ে কে বা কারা নষ্ট করে ফেললো তা তদন্ত করে দেখা ও দোষীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে । দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারী বিজেপি নেতারা ৷

খাতড়া ব্লক তৃণমূল সভাপতি আনন্দ মাহাতো বলেন, "বিষয়টি আমিও শুনেছি । উদ্ধার হওয়া ওই সার ও কীটনাশকে গভর্নমেন্ট সাপ্লাই ও নট ফর সেল লেখা আছে । বিষয়টি তদন্তসাপেক্ষ । সংশ্লিষ্ট দফতর যাতে বিষয়টি তদন্ত করে দেখে তার ব্যবস্থা করা হবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.