ETV Bharat / state

Bankura Road Accident : সরকারি বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত 1 - বাসের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা

বাঁকুড়ায় পথ দুর্ঘটনার মৃত এক বাইক আরোহী (Bankura Road Accident) ৷ সরকারি বাসের সঙ্গে সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ৷

Bankura News
সরকারি বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ
author img

By

Published : Apr 27, 2022, 2:26 PM IST

বাঁকুড়া, 27 এপ্রিল : বাঁকুড়া শহরে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর (1 Died in Road Accident in Bankura) ৷ বুধবার সকালে একটি সরকারি বাস বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ৷ সেই সময় উল্টো দিক থেকে এক বাইক আরোহী দুর্গাপুর থেকে বাঁকুড়া ফিরছিল ৷ এমন অবস্থায় বাঁকুড়া শহরের হেবির মোড়ের কাছে বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর । নাম মনসারাম চট্টরাজ (32) ৷

এই ঘটনার জন্য সরকারি বাসের বেপরোয়া গতিকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন সাধারণ মানুষ । মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং বাসটিকে আটক করে পুলিশ । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷

বাঁকুড়া শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, বাসগুলো যেভাবে চালায় তাতে গতির কোনও ঠিক থাকে না ৷ পুরো বেপরোয়াভাবে আনাগোনা করে ৷ এর আগেও অনেক বিপত্তি হয়েছে ৷ একটা লাগাম টানা দরকার । বারবার এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ পথচারীরা ৷ তাই এলাকার মানুষের আবেদন ট্রাফিকের যেন একটা ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন : BJP Leader Threats IC : বাঁকুড়ায় প্রকাশ্যে আইসিকে উলঙ্গ করার হুমকি বিজেপি নেতার

বাঁকুড়া, 27 এপ্রিল : বাঁকুড়া শহরে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর (1 Died in Road Accident in Bankura) ৷ বুধবার সকালে একটি সরকারি বাস বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ৷ সেই সময় উল্টো দিক থেকে এক বাইক আরোহী দুর্গাপুর থেকে বাঁকুড়া ফিরছিল ৷ এমন অবস্থায় বাঁকুড়া শহরের হেবির মোড়ের কাছে বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর । নাম মনসারাম চট্টরাজ (32) ৷

এই ঘটনার জন্য সরকারি বাসের বেপরোয়া গতিকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন সাধারণ মানুষ । মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং বাসটিকে আটক করে পুলিশ । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷

বাঁকুড়া শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, বাসগুলো যেভাবে চালায় তাতে গতির কোনও ঠিক থাকে না ৷ পুরো বেপরোয়াভাবে আনাগোনা করে ৷ এর আগেও অনেক বিপত্তি হয়েছে ৷ একটা লাগাম টানা দরকার । বারবার এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ পথচারীরা ৷ তাই এলাকার মানুষের আবেদন ট্রাফিকের যেন একটা ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন : BJP Leader Threats IC : বাঁকুড়ায় প্রকাশ্যে আইসিকে উলঙ্গ করার হুমকি বিজেপি নেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.