বাঁকুড়া, 7 ফেব্রুয়ারি : অঙ্গবিকৃতির জন্য আঙুলের ছাপ দিতে পারেননি তাঁরা । তাই আধার কার্ড হয়নি । বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বাঁকুড়া জেলার প্রায় 2000 কুষ্ঠ আক্রান্ত । আধার কার্ড সহ একাধিক দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন তাঁরা ।
প্রসঙ্গত, জেলায় পাঁচটি কুষ্ঠ কলোনি রয়েছে । কল্যাণপুর কুষ্ঠ কলোনি, মঙ্গলচণ্ডী কলোনি, নবজীবনপুর, পিয়ারডোবা ও বিষ্ণুপুর কুষ্ঠ কলোনি । সব মিলিয়ে এই কলোনিগুলোতে প্রায় 3,000 জন কুষ্ঠ আক্রান্ত বসবাস করেন । অভিযোগ, এদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তাঁরা অঙ্গবিকৃতির জন্য আঙুলের ছাপ দিতে পারেন না । ফলে আধার কার্ড হয়নি তাঁদের । নেই কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও । যে কারণে কোনও সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন না এরা কেউই ।
দেশের বিভিন্ন রাজ্যে কুষ্ঠ আক্রান্তদের জন্য বিশেষ পেনশন ব্যবস্থা রয়েছে । দিল্লি সরকার প্রতি মাসে কুষ্ঠ আক্রান্তকে 3500 টাকা করে পেনশন দেয় । হরিয়ানা, পঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে রাজ্য সরকারের তরফে 2509 টাকা করে পেনশন দেওয়া হয় আক্রান্তদের । তবে পশ্চিমবঙ্গে কুষ্ঠ আক্রান্তদের জন্য রাজ্য সরকারের তরফে কোনওরকম পেনশনের ব্যবস্থা নেই । বিশেষ শিবির করে কুষ্ঠ আক্রান্তদের আধার কার্ড, রাজ্য সরকারের তরফে সরকারি চাকরিতে সংরক্ষণ চালু এবং আক্রান্তদের জন্য পেনশন ইত্যাদি একাধিক দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির সদস্যরা । সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথাও জানিয়েছে কুষ্ঠ কল্যাণ সমিতি ।