বাঁকুড়া, 17 এপ্রিল : বাঁকুড়ায় মনোনয়নের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। চলবে 23 এপ্রিল পর্যন্ত। শুক্রবার ও রবিবার ছুটির দিন হওয়ায় বন্ধ থাকবে মনোনয়ন। 24 তারিখ স্ক্রুটিনি হবে। মনোনয়ন জমার কাজ প্রতিদিন সকাল এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত চলবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 26 এপ্রিল বেলা তিনটে পর্যন্ত। গতকাল সাংবাদিক বৈঠকে একথা জানান বাঁকুড়ার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক উমাশংকর এস।
তিনি আরও বলেন, এখনও পর্যন্ত জেলায় 295টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলা পুলিশের তরফে। VVPAT থাকার কারণে এবার কাউন্টিংয়ের জন্য বেশি জায়গা লাগবে বলে জানিয়েছেন জেলাশাসক। অন্যবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জন্য বাঁকুড়া খ্রিস্টান কলেজেই কেবলমাত্র ভোটগণনা হত। যা এবার শুধুমাত্র খ্রিস্টান কলেজে সীমাবদ্ধ থাকছে না। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটগণনা হবে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে।
অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে গণনা হত KG ইঞ্জিনিয়ারিং কলেজে। এবারও KG ইঞ্জিনিয়ারিং কলেজে গণনা হবে। তবে কলেজের যে কম্পিউটার বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটিকেও কাজে লাগানো হবে ভোট গণনার ক্ষেত্রে।
বাঁকুড়া জেলা CPI(M) সূত্রে জানা গেছে, আজ বাঁকুড়ার বাম প্রার্থী অমিয় পাত্র মনোনয়ন জমা করতে পারেন জেলাশাসকের দপ্তরে। এর পাশাপাশি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের আজ মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। BJP প্রার্থী 18 এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন।